বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৫:১৭

সালমান শাহ্ হত্যা মামলা লড়তে এলএলবিতে পড়েছেন যে ভক্ত

সালমান শাহ্ হত্যা মামলা লড়তে এলএলবিতে পড়েছেন যে ভক্ত

বিনোদন ডেস্ক: মরেও অমর হয়ে আছেন বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ্। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’  সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। প্রথম সিনেমাতেই মিডিয়াপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন সালমান। একে একে তার অভিনীত সবকয়টা মুভিই ব্যবসাসফল। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনকভাবে মৃত্যু হয় তিনি । হঠাৎ করে প্রিয় অভিনেতার মৃত্যুর বিষয়টা ভক্তরা কিছুতেই মেনে নিতে পারেননি। অনেকে সালমানের শোকে আত্মহত্যাও করেন।

এদিকে কিশোর বয়সে এক ভক্ত প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে এলএলবিতে পড়াশুনা করবে। ব্যারিস্টার হয়ে নিজেই প্রিয় নায়কের হত্যা মামলা পরিচালনা করবে।

এই ভক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আজমল। তিনি বড় হয়ে নিজের প্রতিজ্ঞা রাখতে এলএলবিতে পড়াশোনা শেষ করেন। এই বিষয়ে সালমান শাহর নামে ফেসবুক পেইজে এক ভক্ত পোস্ট  দিতে গিয়ে লিখেছেন, ‘এলাকার হলে সালমান শাহ্‌ অভিনীত সিনেমা এলেই স্কুল পালিয়ে হলেও সেটা দেখতে চলে যেতেন আজমল হোসেন নামের এই ছেলে। প্রিয় নায়কের অকাল মৃত্যুর পর অন্যান্য ভক্তদের মত তিনিও শোকাহত হয়েছিলেন। সালমান শাহ্‌কে হত্যা করা হয়েছে এমন বিশ্বাস মনে নিয়ে সেই কিশোর বয়সেই আজমল প্রতিজ্ঞা করেন, বড় হয়ে এলএলবিতে পড়াশুনা করবেন ও ব্যারিস্টার হয়ে নিজেই প্রিয় নায়কের হত্যা মামলা পরিচালনা করবেন।

প্রিয় অভিনেতা স্মরণে কিছু করার পরিকল্পনাও করে রেখেছিলেন আজমল। ব্রাহ্মণবাড়িয়ার এই যুবক নিজেও সালমানের স্টাইল ফলো করেন তার ফেসবুক আইডি ভিজিট করলেই প্রমাণ পাবেন। সালমানের নামে ফেসবুকে একটি পেজও পরিচালনা করেন তিনি। সেই পেজে তার সংগ্রহে থাকা নানা তথ্য, ছবি ইত্যাদি তিনি পোস্ট করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন সালমান শাহ্‌কে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে