বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৯:৫০

কেন পরীমনির এই বিষণ্ণতা?

 কেন পরীমনির এই বিষণ্ণতা?

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন। শ্বেত শুভ্র বসনে সেই ছবিতে পরীমনিকে বিষণ্ণ কিশোরীরূপে দেখা যাচ্ছে। মলিন মুখে বসে আছেন, পাশে রাখা হাতব্যাগ। বিষণ্ণ কেন? পরীমনিকে জিজ্ঞেস করা হয়েছিল। কেন এই বিষণ্ণতা? অথচ 'বিষণ্ণ' পরীমনি হেসে বললেন, 'বলা যাবে না, স্বপ্নজাল এটা।'

আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত নতুন ছবি স্বপ্নজাল। বোঝা গেল এই স্থির চিত্র সেই স্বপ্নজালেরই একটা অংশ।মনপুরা খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজালে পরীমনির চরিত্রের নাম শুভ্রা। হয়তো নামের সাথে মিল রেখেই কোনো একটি দৃশ্যের স্থিরচিত্র।

ছবিতে মন খারাপ একটি মেয়ে বসে আছে চোখেমুখে রাজ্যের বিষণ্ণতা। আর এসবের রহস্য এখনই উন্মোচন করতে চান না এই অভিনেত্রী।

পরীমনি এই ছবি নিয়ে নিজের প্রত্যাশা প্রকাশ করে বলেছিলেন, 'আমার অভিনয় ও কাজের বিষয়ে দর্শকেরা অনেক রেসপন্সিবিলিটি বাড়িয়ে দিয়েছেন। স্বপ্নজাল আমার দুই বছর আগের কাজ তার পরেও মনে হয় ছবির শুভ্রা চরিত্রের ভেতরেই আমি রয়েছি।'

জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষ্যে 'স্বপ্নজাল' মুক্তি পেতে যাচ্ছে। এখন দেখার বিষয় কতটা স্বপ্নের জাল বিস্তৃত করতে পারেন হালের এই জনপ্রিয় অভিনেত্রী।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে