শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০১৮, ০৭:৪১:০৯

ভরা শীতে সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত নিরবের সঙ্গে বৃষ্টিতে ভিজে যা বললেন আইরিন

ভরা শীতে সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত নিরবের সঙ্গে বৃষ্টিতে ভিজে যা বললেন আইরিন

বিনোদন ডেস্ক: শীতের মৌসুমে শীত পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু সেই শীত যদি উপভোগ্যের না হয়ে হাড়কাঁপায় তাহলেই মুশকিল। চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা আইরিনের ক্ষেত্রেও তাই হয়েছে। ভরা শীত মৌসুমে এই তারকা বৃষ্টিতে ভিজেছেন, তাও আবার দেশের সবচেয়ে শীতল এলাকা শ্রীমঙ্গলে!

আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যেটা চলতি বছরে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা। মানে কনকনে ঠাণ্ডা। শুক্রবার নিরব বলেন, শ্রীমঙ্গলের নোভেম ইকো রিসোর্টে আমরা শুটিং করেছি। সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত বৃষ্টিতে ভিজেছি।

দেশের মধ্যে এত শীতে শুটিংয়ের অভিজ্ঞতা এটাই প্রথম এই নায়কের। জানালেন, শর্ট দিয়েছি আর গরম কাপড়ে লুকিয়ে নিজেকে রক্ষা করেছি। তিনি বলেন, কৃত্রিম প্রক্রিয়ায় কাপড় এতটাই গরম করা হয়েছে যে, ভেজা না থাকলে যে কেউ শরীরে পরলে তার শরীর পুড়ে যাবে।

শীতের রাতে বৃষ্টি ভেজায় নতুন অভিজ্ঞতা হলো আইরিনের। বললেন, শীতের রাতে অনেক কষ্ট পেয়েছি। নির্মাতা যেমনটা চেয়েছেন তেমনটাই করেছি। পর্দায় যেন ন্যাচারালি লাগে সেজন্য কষ্ট করেছি। সবশেষে গানের শুটিংটি ভালো হয়েছে বলেই পরিশ্রম সার্থক হয়েছে।

‘রৌদ্রছায়া’ নামের একটি ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন নিরব-আইরিন। ওই ছবির শুটিংয়ের জন্যই এই দুই তারকার এমন কসরত করতে হয়েছে। ছবিটি পরিচালনা করছেন বুলবুল জিলানী। নির্মাতা জানান, ১০ জানুয়ারি পর্যন্ত শুটিং হবে। নিরব-আইরিন ছাড়াও অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সুষমা সরকার।

নির্মাতার ইচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে তিনি ‘রৌদ্রছায়া’ ছবিটি মুক্তি দেবেন।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে