শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০১৮, ০৯:০২:১৮

সালমান খানের পরবর্তী ছবি ‘রেস-৩’

 সালমান খানের পরবর্তী ছবি ‘রেস-৩’

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পাওয়া সালমান-ক্যাটরিনা জুটির 'টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। ছবিটির আয় এরই মধ্যে ৩০০ কোটি রুপির ক্লাব পার করেছে। পাশাপাশি সিনেমা পাড়ায় আলোচনা উঠেছে- সালমানের পরবর্তী অ্যাকশন কী?

শোনা যাচ্ছে, ‘রেস-৩’ হবে সালমান খানের পরবর্তী ছবি। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা রেমো ডি’সুজা। 'টাইগার জিন্দা হ্যায়’ ছবির মতো হিটের ধারাবাকিতা রক্ষা করতেই ‘রেস-৩’ দিয়ে দর্শক ও ভক্তদের প্রত্যাশা ধরে রাখতে চান এই বলিউড ভাইজন।

এদিকে, সালমানের খানের ৫২তম জন্মবার্ষিকীতে ‘ভারত’ সিনেমা নিয়ে কাজ করার কথা ঘোষণা করেন তিনি। ছবিটির নির্মাতা আলী অব্বাস জাফর। তিনি ওডি টু মাই ফাদার (Ode To My Father) কোরিয়ান ছবিটি পুর্ননির্মাণ করবেন। যার নাম হবে ‘ভারত’।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে