শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০১৮, ১০:৪৯:১১

তৈমুরের মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বললেন সাইফ

তৈমুরের মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বললেন সাইফ

বিনোদন ডেস্ক: সব সময়েই খবরে থাকা অভ্যেস হয়ে গিয়েছে সাইফ আলি খান এবং কারিনা কাপূরের ছেলে তৈমুর আলি খানের। এ বার বাবা সাইফ আলি খান ছেলে সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন।

ছোট্ট তৈমুরের হাসিতে মুগ্ধ ভক্তের সংখ্যা কম নয়। কিন্তু শুধু মিষ্টত্বই নয়, তৈমুরের মধ্যে এখনই বহু গুণ রয়েছে বলে জানিয়েছেন সাইফ আলি খান। সইফের কথায়, তৈমুরের রক্তেই রয়েছে জিনগত কিছু গুণ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক টক শোয়ে তৈমুরের ব্যাপারে এমন মন্তব্য করেছেন।

নীল চোখের এই ছোট্ট শিশুর ব্যাপারে সাইফ বলেন, ও সত্যিই জিনগত ভাবে সমৃদ্ধ। ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছুটা পেয়েছে। কিছুটা আবার রাজ কাপূরের, কিছুটা মনসুর আলি খান পতৌদি এবং কিছুটা ভুপালের অংশ পেয়েছে। ও আমার থেকেও অনেক উর্ধ্বে।

প্রসঙ্গত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের মেয়ে হলেন শর্মিলা ঠাকুর। তাই তৈমুরের শরীরেও রযেছে ঠাকুর পরিবারের রক্ত। অন্যদিকে মনসুর আলি খান সম্পর্কে তৈমুরের দাদু আর মা কারিনার দাদু রাজ কাপূর। তাই এই বিদ্বজনদের রক্ত বইছে তৈমুরের শরীরে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে