আহত আমির খান হাসপাতালে
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ‘দঙ্গল’-এর শুটিং করার সময় কাঁধে গুরুতর চোট পেয়েছেন বলিউড তারকা আমির খান। নীতীশ তিওয়ারির পরিচালনায় কুস্তিগীর মহাবীর ফোগটের বায়োপিকে অভিনয় করছেন তিনি। 
গত ৪০ দিন ধরে লুধিয়ানায় এই ছবির শুটিং করছেন আমির। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে কাঁধে চোট পান তিনি। ইউনিটের এক সদস্য জানিয়েছেন, ‘একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকগুলো টেক নেওয়া হচ্ছিল। একেবারে শেষ টেক দেওয়ার সময় আমিরের কাঁধের পেশিতে টান লাগে। আইসপ্যাক দিয়ে এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পরেও উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি।’
এর পরই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা দেখে জানান, আমিরের চোট গুরুতর। জানা গিয়েছে, শুটিং মাঝপথে বন্ধ রেখেই চিকিত্সার জন্য মুম্বাই ফিরে গিয়েছেন তিনি। 
‘দঙ্গল’এর জন্য ফিটনেস ট্রেনারের পরামর্শ মতো ওজন বাড়িয়েছেন আমির। শোনা যাচ্ছে, এতে তার কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছে। তবে তিনি এতটাই পেশাদার যে তাতেও দমে যাননি। চরিত্রের জন্য এতটাই ডেডিকেটেড আমির।-আনন্দ বাজার
১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �