হৃত্বিকের বাড়িতে আবারও বাজবে বিয়ের বাদ্য
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বলিউডের কৃষখ্যাত অভিনেতা হৃত্বিক রোশনের বাড়িতে আবারও বাজতে চলেছে বিয়ের বাদ্য! পাঠক হয় তো ভাবছেন সুজানের সাথে বিচ্ছেদের পর হৃত্বিক আবার বিয়ে করতে যাচ্ছেন!
এমনটাই ভাবার কথা। কিন্তু তা ঠিক নয়। তবে তার বাড়িতে বিয়ের বাদ্য বাজবে এটা ঠিক। আর তা খুব শিগগিরই তা হতে চলেছে। তাহলে কার বিয়ে? এমন প্রশ্নই তো উঠবে এখন? তাহলে একটু খোলাশা করেই বলি।
সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই হৃত্বিক রোশনের ছোট বোন সুনয়না রোশানের বিয়ে অনুষ্ঠিত হবে! আর এই বিয়েতেই তার বাড়ীতে বাজবে বিয়ের বাদ্য। তবে বর আর কেউই নন, হৃত্বিকের ছোট্টবেলার বন্ধু ভরত কাপুরের সাথেই পারিবারিকভাবে তার বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভরত কাপুর পেশায় একজন প্রকৌশলী। তার সম্পর্কে হৃত্বিক রোশানের বোন সুনয়না গণমাধ্যমকে বলেন, দেরীতে হলেও ঈশ্বর আমাকে সবচেয়ে ভালো উপহারটিই দিলেন।
উল্লেখ্য, গত বছর বলিউড স্টার হৃত্বিক রোশানের সাথে ছাড়াছাড়ি হয়ে যায় স্ত্রী সুজান খানের। তবে এই দম্পতির দুই সন্তান হৃহান ও হৃদানের আইনি অভিভাবকত্ব পান সুজান। তবে বিচ্ছেদ ঘোষণার পরও দুই সন্তানের কারণে হৃত্বিক -সুজানকে একসঙ্গে দেখা গেছে অনেকবার। 
এরমধ্যে চলতি বছরের প্রথমদিকেও তাদের একসাথে দেখা গেছে, কিন্তু বেশকিছুদিন যাবৎ হৃত্বিক রোশানের সাথে সুজানের এক ধরণের দূরত্ব তৈরি হওয়ায় এমনটা আর দেখা যায় না। 
১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �