এবার দেব হচ্ছেন সিরাজউদ্দৌলা!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : একজন হলেন অভিনেতা দেব, আরেকজন হলেন নির্মাতা রাজ চক্রবর্তী। এই দুই তারকা এখন ভাসছেন তাদের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘শুধু তোমারই জন্য’ ও ‘কাটমুন্ডু’র সাফল্যে। তাই তারা পরিকল্পনাও কষে ফেলেছেন নতুন ছবির। সেও আবার বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে। 
নির্মাতা রাজ চক্রবর্তী জানিয়েছেন, ‘একদল গবেষণা করছেন সিরাজউদ্দৌলাকে নিয়ে, আর চিত্রনাট্য লিখবেন শ্রীজাত। প্রচুর হোমওয়ার্ক করতে হবে। আমার সিনেমাটা হবে পিরিয়ড ড্রামা এবং আমার ইচ্ছা ২০১৬ সালের মাঝামাঝি সময়ে ফ্লোরে যাওয়ার। বিশাল বাজেটের কথা ভেবে আমরা খোঁজ করছি ইন্দো-বাংলা যৌথ উদ্যোগের। নবাবের চরিত্রের জন্য একমাত্র ভরসা দেব, এখন খোঁজ চলছে মীর জাফর ও রবার্ট ক্লাইভ চরিত্রের অভিনেতার’।
চিত্রনাট্যকার শ্রীজাত জানিয়েছেন, ‘আমরা ইতিহাস বইয়ের কয়েক পাতা পড়েছি, যেখানে সিরাজকে ট্র্যাজিক হিরো হিসেবে দেখানো হয়েছে। কিন্তু তিনি একজন সেরা প্রেমিক, ডাই-হার্ড রোমান্টিক এবং একজন সেরা প্রশাসক। আমার চিত্রনাট্যে তার সবই উঠে আসবে।’
এদিকে এমন খবর বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেব। তিনি জানিয়েছেন, ‘সিরাজউদ্দৌলার চরিত্র করতে চায় না এমন একজন অভিনেতার নাম বলুন। ওই প্রজেক্টের বিষয়ে রাজের সঙ্গে আমি খুবই শিগগিরই বসতে যাচ্ছি।’
১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �