সোমবার, ০৮ জানুয়ারী, ২০১৮, ০৪:১৮:৪১

'মেয়ের শখের পেছনে টাকা ঢালছেন'

'মেয়ের শখের পেছনে টাকা ঢালছেন'

বিনোদন ডেস্ক: শুরুটা আসলে সহজ ছিল না। অনেক কাঠ-খড় পুড়িয়ে মিডিয়াতে কাজ শরু করতে হয়েছে ভারতীয় নারী টেলিভিশন প্রযোজক একতা কাপুরকে।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একতা বলেন, শুরুর দিকে তার সঙ্গে কাজ করতে রাজি হয়নি কোনো চ্যানেল। এমনকি কোনো চ্যানেল তার সঙ্গে দেখা করতেও চায়নি বলেও মন্তব্য করেন তিনি

একতা বলেন, আমার বাবার সঙ্গে আমাকে বসে থাকতে দেখে এক সাংবাদিক বলে বলেছিলেন- 'আপনার মেয়ের শখের পেছনে আপনি টাকা ঢালছেন'?‌

একতা কাপুরের বালাজি টেলিফিল্মের অধীনে ‘‌কিঁউ কি শাস ভি কভি বহু থি’‌, ‘‌কাহানি ঘর ঘর কি’‌, ‘‌কাসুটি জিন্দেগি কে’‌, ‘‌কাহিন কিসি রোজ’‌, ‘‌পবিত্র রিস্তে’‌, ‘‌বড়ে আচ্ছে লাগতে হ্যায়’–এর মতো জনপ্রিয় টেলি সিরিয়াল নির্মিত হয়েছে।এখন তাদের অ্যাপ ‘‌এএলটি বালাজি’‌-তে সুভাষ বোসের ওপর ওয়েব সিরিজ জনপ্রিয়তা পেয়েছে।
এমটিি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে