সোমবার, ০৮ জানুয়ারী, ২০১৮, ০৫:৪০:৩৪

তবে কি গোপনে বিয়ে করেই ফিরলেন রণবীর-দীপিকা?

তবে কি গোপনে বিয়ে করেই ফিরলেন রণবীর-দীপিকা?

বিনোদন ডেস্ক: মালদ্বীপে ছুটি কাটিয়ে গতকাল রাতে মুম্বাই ফিরেছেন দীপিকা পাডুকোন এবং রণবীর সিংহ। তাদের ফিরতে দেখে অনুরাগীদের মধ্যে একটাই কৌতূহল জেগেছে। বিয়ে করেই কি দেশে ফিরলেন এই জুটি? জল্পনার সূত্রপাত দিন কয়েক আগে। গত পাঁচ জানুয়ারি ছিল দীপিকার জন্মদিন। শোনা গিয়েছিল, জন্মদিনেই নাকি গোপনে রণবীরকে বিয়ে করবেন দীপিকা!

স্পটবয়ই-এর খবর অনুযায়ী, জন্মদিনে রণবীরের পরিবারের তরফে দীপিকাকে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি শাড়ি এবং একটি হিরের গয়নার সেট নাকি উপহার দেওয়া হয়েছে। উপহার পেয়ে খুব খুশি হয়েছেন দীপিকা। দুই পরিবারের উপস্থিতিতে এ বছরের জন্মদিন নায়িকার কাছে খুবই স্পেশাল ছিল বলে বলি পারার খবর।

প্রথমে শোনা গিয়েছিল, শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছেন রণবীর এবং দীপিকা। পরে জানা যায়, মালদ্বীপে দুই পরিবারের সদস্যদের সঙ্গেই রয়েছেন তারকারা। গত বছর একসঙ্গে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। তবে এই বছরটা সব মিলিয়ে দীপিকার কাছে স্পেশাল বলেই মনে করছেন বলি মহলের একটা অংশ। কেউ কেউ বলছেন, বিয়ে না হলেও বিয়ের প্রস্তুতি হয়তো শুরু হয়ে গেল এই জুটির। সূত্র: আনন্দ বাজার
এমটিি নিউজ/আশি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে