চলচ্চিত্রে কারিশমা কাপুর কন্যার অভিষেক 
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বলিউডের সফল অভিনেত্রী কারিশমা কাপুর। বহু সংখ্যক হিট ও ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি। তবে বর্তমানে এই গুণী অভিনেত্রী রয়েছে সিনেমা থেকে একটু দূরে। তাতে কি? তিনি দূরে থাকলেও তার মেয়ে কিন্তু ঠিকই আকড়ে ধরেছেন চলচ্চিত্রকে।
অর্থাৎ কারিশমা কাপুরের মেয়ে সামাইরা চলচ্চিত্রে পা রেখেছেন। ছবিতে অভিনয়ের পাশাপাশি মাত্র দশ বছর বয়সি এ মেয়ে একটি গোট ছবি পরিচালনা করে ফেলেছেন!
শুধু কি তাই? এবছর সেই ছবি দেখানো হয়েছে ১৯ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে। আর সেখানেই সামাইরার প্রশংসায় পঞ্চমুখ হলেন সমালোচক সহ সিনেপ্রামীরা।
যার কাছে যেটা আছে, সেটা নিয়েই তাকে সুখী থাকতে হয়। অন্যের জিনিস দেখে কখনই হিংসা করতে নেই ‘বি হ্যাপি’-তে এমনই এক কাহিনি শুনিয়েছে সামাইরা। 
হায়দরাবাদে অনুষ্ঠিত এই শিশু চলচ্চিত্র উৎসবে সামাইরার সঙ্গে উপস্থিত ছিল মা কারিশমা কাপুর ও মাসি কারিনা কাপুর। 
গর্বিত মায়ের কণ্ঠে কারিশমা জানান, ‘সামাইরার জন্য খুবই গর্ব বোধ করছি। আমার খুবই ভালো লাগছে ওর ছবি এখানে দেখানো হয়েছে’।
তবে শুধু নির্দেশক নয়। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখা ও এডিটিংও করেছেন কারিশমা কন্যা। এছাড়া সামাইরার কাজে তাকে সাহায্য করেছে সাইফের ছেলে ইব্রাহিম ও শেখর কাপুরের মেয়ে কাবেরী কাপুর।
১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �