সোমবার, ০৮ জানুয়ারী, ২০১৮, ০৭:৩০:৩২

কী বললেন আর কী করলেন? এই কেমন সিদ্ধান্ত নিলেন সুন্দরী জেসিয়া!

কী বললেন আর কী করলেন? এই কেমন সিদ্ধান্ত নিলেন সুন্দরী জেসিয়া!

বিনোদন ডেস্ক: মা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করছেন বাবা। সৎমাকে মানতে না পেরে তাই ভার্সিটির হোস্টেলে উঠছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে উঠে আসা আলোচিত নাম জেসিয়া। ‘ব্যাচেলর ডটকম' নামের এমন একটি গল্পে অভিনয় দিয়ে অভিনয় মিশন শুরু করছেন জেসিয়া। একুশে টিভিতে প্রচার হওয়া এ ধারাবাহিকটি পরিচালনা করছেন ইফতেখার শুভ।

যদিও কয়েক দিন আগে গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চাইছেন তিনি। তাহলে এবার অভিনয়ে কেন? কী বললেন আর কী করলেন? ব্যস্ত পড়াশোনার মধ্যেই এই কেমন সিদ্ধান্ত  নিলেন বাংলাদেশি এই সুন্দরী।

এমনটা জানতে চাইলে জেসিয়া বলেন, ভেবেছিলাম পড়াশোনায় মনোযোগ দেব। কিন্তু নাটকটির প্রস্তাব আসার পর গল্পটি আমার ভালো লেগেছে। এখানে আমি এক ছাত্রীর চরিত্রে থাকব। যে কিনা মানসিকভাবে একটু অন্যরকম। ভার্সিটির হোস্টেলে থাকে।

তবে এটিই কিন্তু জেসিয়ার প্রথম অভিনয় নয়। এর আগে মাবরুর রশীদ বান্নাহর একটি স্বল্পদৈর্ঘ্যতে অভিনয় করেন তিনি। এ নাটকে আরও অভিনয় করছেন নিলয় আলমগীর, জোভান, নাদিয়া, আইরিন, তানিয়া বৃষ্টি, সিদ্দিক, মীম, বাঁধন, ফারুখ আহমেদ, আহমেদ রুবেল, বড়দা মিঠু, কাজী উজ্জল, তুলনা আল হারুন, ফারজানা রিক্তা।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে