সোমবার, ০৮ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৮:৩৩

দুর্দান্ত ক্রিকেটার ছিলেন রজনীকান্ত

দুর্দান্ত ক্রিকেটার ছিলেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক: হিরো হিসেবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের খ্যাতি জগতজোড়া। সবধরনের অভিনয়ে যিনি সিদ্ধহস্ত। কিন্তু আপনি কী জানেন? ক্রিকেট খেলাতেও দারুণ পারদর্শী ছিলেন তিনি। না জানলে এবার তাও জেনে নিন।

সম্প্রতি এক রেডিওকে এক সাক্ষাৎকার দেন রজনীকান্ত। এতে শৈশব নিয়ে স্মৃতিচারণ করেন তিনি। তাতেই খেলাধুলার প্রতি তার অনুরাগের কথা ওঠে আসে। দুর্দান্ত ক্রিকেটার ছিলেন এ জাঁদরেল অভিনেতা।

রজনীকান্ত বলেন, ‘আমি পেসার ছিলাম। ফিল্ডার হিসেবেও দুর্দান্ত ছিলাম। তবে ব্যাটিংটা ছিল গড়পড়তার।’

এসময় নিজের প্রিয় ক্রিকেটারের তালিকাও দেন একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা, ‘শৈশবে আমার প্রিয় ক্রিকেটার ছিলেন মনসুর আলী খান পতৌদি। ইরাপল্লী প্রসন্নের স্পিনের পাঁড় ভক্ত ছিলাম। বর্তমানে প্রিয় খেলোয়াড় মাহেন্দ্র সিং ধোনি। আর সর্বকালের প্রিয় শচীন টেন্ডুলকার।’

সামনে আসছে রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত ছবি ‘টু পয়েন্ট জিরো’ বা ‘রোবট-টু’। এতে চমক হিসেবে রয়েছেন বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার।

শুরু থেকেই আলোচনায় রয়েছে ‘রোবট টু’। এরই মধ্যে এটি এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল ছবির তকমা পেয়ে গেছে। প্রায় ৪৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

রোবট-টু পরিচালনা করছেন দক্ষিণের গুণি পরিচালক শংকর। প্রাথমিকভাবে তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানি এবং চীনা ভাষায় ছবিটি মুক্তি দেয়ার কথা। এর সংগীত পরিচালনা করছেন এ. আর রহমান। আগামী ১৪ এপ্রিল সেটি মুক্তি পাবে।-টাইমস অব ইন্ডিয়া
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে