বিনোদন ডেস্ক: বাংলাদেশের সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র হলেন জনপ্রিয় সংগীত শিল্পী এস আই টুটুল। তিনি একাধারে সুরকার, গীতিকার ও কন্ঠশিল্পী হিসেবে পরিচিত। ধ্রুবতারা ব্যান্ড এ লিড গিটারিস্ট হিসেবে কাজ করে তিনি ইতোমধ্যে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।
এছাড়া ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাতে সঙ্গীত পরিচালনার জন্য তিনি ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় চলচিত্র সেরা সঙ্গীত পরিচালক এবং ২০১০ সালে সেরা প্লেব্যাক সঙ্গীত শিল্পীর পুরস্কারে ভূষিত হন।
শুধু তাই নয়, নিরন্তর চলচিত্রের জন্য সঙ্গীত পরিচালক হিসেবে ২০০৬ সালে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। জনপ্রিয় এই সংগীত শিল্পী বর্তমানে যুক্তরার্ষ্টে অবস্থান করছেন। সেখান থেকে প্রায় দেখা যায় তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ভক্তদের উদ্দেশ্যে নানা বিষয় শেয়ার করতে। এদিকে আজ দেখা গেলো তিনি নিজের দাড়ি নিয়ে বড়ই টেনশনে ভুগছেন।
তিনি নিজের দাড়ি রাখা নিয়ে ফেসবুকে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, ‘বন্ধুরা,ভাল করে ভেবে একটা কথার উত্তর দাওতো! দাড়ি রেখে আমাকে ভালো লাগছে নাকি লাগছে না ? তোমাদের মতামত এর উপর অনেক কিছু ডিফেন্ড করছে। এছাড়া তিনি আরো লিখেছেন, ‘কেউ কোনো বাজে কথা লিখে আমার মন খারাপ করে না দেবার জন্য অনুরোধ রইলো’।
এমটি নিউজ/এপি/ডিসি