মঙ্গলবার, ০৯ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৮:৩২

পোড়ামন ২ এর প্রথম দর্শনেই সিয়াম-পূজার ঝলক

পোড়ামন ২ এর প্রথম দর্শনেই সিয়াম-পূজার ঝলক

বিনোদন ডেস্ক: অনেক আলোচনার জন্ম দিয়ে গেল বছর শুটিং শুরু হয় ‘পোড়ামন ২’ ছবিটির। এ ছবির নায়িকা হিসেবে নির্বাচিত হয়ে চমক দেখান পূজা। এরপর আসে নায়কের পালা। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘পোড়ামন’ দিয়ে বাজিমাত করেছিলেন সাইমন সাদিক।

ছবিটির নতুন কিস্তিতে সাইমন থাকছেন এমনটি শোনা গেলেও শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। জাকির হোসেন রাজুর পরিবর্তে নির্মাতা হিসেবে অন্তর্ভূক্ত হন রায়হান রাফি। সকল আলোচনার পরিসমাপ্তি দিয়ে গেল বছরের সেপ্টেম্বরে শুরু হয়েছিল ‘পোড়ামন ২’ ছবির কাজ। টানা ৪০ দিনের মত মেহেরপুর ও কুষ্টিয়ায় এর শুটিং হয়।

অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক ‘পোড়ামন ২’-তে সিয়াম-পূজার রসায়ন দেখবেন বলে। সে অব্শ্য আরও সময়ের ব্যাপার। আপাতত জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ হয়েছে ছবিটির প্রথম পোস্টার। সেখানে দেখা গেছে বোরকার আড়ালে কতগুলো মুখ লুকানো মেয়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন সিয়াম ও পূজা। তাদের দুজনকেই দেখা গেছে একেবারে ভিন্ন লুকে।

প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি চলতি বছরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানালেন নির্মাতা রাফি। এতে সিয়াম ও পূজা ছাড়াও দেখা যাবে ফজলুুর রহমান বাবু, রেবেকা প্রমুখ।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে