বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৬:২৪

বিয়ের পর আনুশকার নাকে-মুখে রক্ত কেন?

বিয়ের পর আনুশকার নাকে-মুখে রক্ত কেন?

বিনোদন ডেস্ক: এতদিন তিনি খবরের শিরেনাম কেড়েছেন তাঁর বিয়ের খবর নিয়ে। আর বিয়ের জন্য লম্বা ছুটি কাটিয়ে ফিরেই, আনুশকা শর্মা আবারও শিরোনামে তাঁর ছবি 'পরী' নিয়ে। মুক্তি পেল অানুশকার অভিনীত 'পরী' ছবির প্রথম টিজার। আর তাতেই মাতকরে দিলেন অানুশকা। বিয়ের পর অানুশকার নাকে-মুখে রক্ত কেন?

ছবি টিজারের ভিডিও-তে দেখা যাচ্ছে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রয়েছেন 'পরী' অানুশকা। তাঁর চোখে মুখে রাগ আর কষ্টের মিশেল। সারা মুখ ক্ষতবিক্ষত হয়ে রয়েছে , মুখ ভর্তি রক্তের দাগ। গত বছরের জুলাই মাসে ছবির প্রথম লুক মুক্তিতেই কাঁপিয়ে দিয়েছিলেন অনুশকা। এবার টিজারেও রইল সবরকমরে রসদ।

অানুশকা অভিনীত ' পরী' ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ছবির পরিচালনায় রয়েছেন প্রোসিত রায়। এবছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, মার্চের ২ তারিখ মুক্তি পেতে চলেছে এই ছবি। শোনা যাচ্ছে সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবত'-এর মুক্তির জন্যই 'পরী' ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হল।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে