বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৪:৩১

ইউটিউবে শাবনূরের ট্রেলার, ফেসবুকে সমালোচনা

ইউটিউবে শাবনূরের ট্রেলার, ফেসবুকে সমালোচনা

বিনোদন ডেস্ক: ১২ জানুয়ারি আবার পর্দায় উঠছেন দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। ছবির নাম ‌‘পাগল মানুষ’। তার পর্দায় ফেরা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। আজ (১০ জানুয়ারি) ইউটিউবে প্রকাশ হলো ছবিটির ট্রেলার।

জানা গেছে, শাবনূরের দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে এটাই প্রথম কোনও ছবি যার ট্রেলার সরাসরি প্রকাশ পেল ইউটিউবে। যদিও সেই ট্রেলারের সূত্র ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে চলছে নেতিবাচক প্রতিক্রিয়া।
ট্রেলারটি দেখে বেশিরভাগ ভক্ত-সমালোচকই আগাম দাবি করছেন, ‘পাগল মানুষ’ হতে যাচ্ছে নব্বই দশকের নন্দিত এই নায়িকার সবচেয়ে মানহীন সিনেমা! যা তাদের মনোবেদনার কারণ।  

১০ জানুয়ারি বিকালে বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে ট্রেলারটি অবমুক্ত করা হয়। সাড়ে তিন মিনিটের এই ট্রেলারে যেন বর্তমানের শাবনূরকে পাওয়া গেল। তবে এতে নায়িকার চেয়ে নায়ক শায়ের খানকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
‘পাগল মানুষ’ পরিচালনা করেছেন এম এম সরকার। এ ছবির মাধ্যমে প্রায় ৫ বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন শাবনূর।
এমটিনিউজ২৪.কম/এইচএস/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে