বিনোদন ডেস্ক: বেশ লম্বা সময় বিরতি কাটিয়েছেন বলিউড তারকা আনুশকা শর্মা। বিয়ে, হানিমুন, নতুন বছর উদযাপন শেষ করে আবারও চলচ্চিত্রে ফিরেছেন তিনি। আনন্দ এল রাই পরিচালিত শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবির শুটিংয়ের মধ্য দিয়ে প্রত্যাবর্তন হলো তার।
আর এসেই চমকে দিলেন। সেই চমক একেবারে ভৌতিক। বিয়ের পর চেহারার এ কেমস হাল আনুশকার! হয়তো ভাবছেন সে আবার কেমন চমক! উত্তরটা মিলে যাবে ইউটিউবে আনুশকার আপকামিং সিনেমা ‘পরী’র নাম লিখে সার্চ করলেই।
মুক্তি পায় অানুশকার অভিনীত 'পরী' ছবির প্রথম টিজার। আর তাতেই মাতকরে দিলেন অানুশকা। বিয়ের পর অানুশকার নাকে-মুখে রক্ত। ছবি টিজারের ভিডিও-তে দেখা যাচ্ছে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রয়েছেন 'পরী' অানুশকা। তাঁর চোখে মুখে রাগ আর কষ্টের মিশেল। সারা মুখ ক্ষতবিক্ষত হয়ে রয়েছে , মুখ ভর্তি রক্তের দাগ। গত বছরের জুলাই মাসে ছবির প্রথম লুক মুক্তিতেই কাঁপিয়ে দিয়েছিলেন অনুশকা। এবার টিজারেও রইল সবরকমরে রসদ।
অানুশকা অভিনীত ' পরী' ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ছবির পরিচালনায় রয়েছেন প্রোসিত রায়। এবছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, মার্চের ২ তারিখ মুক্তি পেতে চলেছে এই ছবি। শোনা যাচ্ছে সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবত'-এর মুক্তির জন্যই 'পরী' ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হল।
গতকাল ৯ জানুয়ারি ‘পরী’র টিজার প্রকাশ হয়েছে। সেই টিজারটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন আনুশকা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুইট ড্রিমজ বন্ধুরা...’ হ্যাশট্যাগে দিয়েছেন ‘হোলি উইথ পরী’। ভিডিওতে দেখা গেছে, ভয়ানক চেহারার এক আনুশকাকে। প্রসিত রায় পরিচালিত ‘পরী’তে আনুশকা বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। আগামী ২ মার্চ মুক্তি পাবে ছবিটি।
এমটি নিউজ/এপি/ডিসি