বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮, ১২:০৬:৩৭

লন্ডনে বাড়ি কিনলেন দীপিকা

লন্ডনে বাড়ি কিনলেন দীপিকা

বিনোদন ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে নতুন বাড়ি কিনেছেন বলিউড স্টার দীপিকা পাড়ুকোন। বর্তমান বাড়ি ছেড়ে নতুন সেই বাড়িতে অনেক সময় ব্যয় করতে ইচ্ছুক এই অভিনেত্রী।

দীপিকার ঘনিষ্ঠ সূত্রে এ খবর জানা যায়। একটি সূত্রের বরাত দিয়ে ডেকান ক্রোনিকল জানিয়েছে, লন্ডনে দীপিকা নিজের জন্য স্বপ্নের বাড়ি কিনেছেন। শান্ত-নিবিড় ওই নতুন বাড়ি কেনার কথা গোপন রেখেছেন তিনি।

খুব শিগগিরই দীপিকা অভিনীত ‘পদ্মাবত’ (‘পদ্মাবতী’র পরিবর্তিত নাম ‘পদ্মাবত’) ছবি মুক্তি পাবে। পরবর্তী সিনেমায় কাজ শুরুর আগে দীপিকা নতুন বাড়িতে অবকাশ যাপন করে আসতে চান।

দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠরা জানান, ‘পদ্মাবতী’ ছবি নিয়ে বিতর্কের মুখে দীপিকাকে হুমকি দেওয়া হয়েছে। তিনি এ নিয়ে বেশ চাপের মধ্যেও সময় পার করছেন। তার এখন বাড়ি থেকে দূরে কোথাও ছুটি কাটানো প্রয়োজন। আর সে জন্য লন্ডনের বাড়িটি ক্রয় করেছেন তিনি।
১১ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে