বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮, ০১:৪৭:৪৯

এবার ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় বিদ্যা বালানের

এবার ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় বিদ্যা বালানের

বিনোদন ডেস্ক: সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন বিদ্যা বালান! তবে সেটা বাস্তবে নয়, রুপালি পর্দায়।  প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বিদ্যা বালনকে।
দেশের প্রথিতযশা এক মহিলা সাংবাদিকের লেখা ‘ইন্দিরা: ইন্ডিয়াজ মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার’ শীর্ষক বইয়ের গল্প নিয়েই তৈরি হবে এই ছবি।  বইয়ের গল্পকে নিয়ে ছবি করার স্বত্বাধিকার পেয়েছেন বিদ্যা বালান।

তিনি জানান, প্রয়াত প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন।

তিনি বলেন, আমি বইটির স্বত্ব নিতে পেরে খুশি।  কারণ, আমি সর্বদা রূপোলি পর্দায় দেশের প্রথম প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম।  তবে বিদ্যা জানিয়েছেন, ছবিটি বড় পর্দায় আসবে না ওয়েব সিরিজ হবে, তা এখনও স্থির করেননি তিনি।-এবিপিআনন্দ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে