বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৩:৩৫

ভালোবাসার বার্তা পৌঁছে দিবেন টয়া!

ভালোবাসার বার্তা পৌঁছে দিবেন টয়া!

বিনোদন ডেস্ক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবার রেডিও শো নিয়ে হাজির হচ্ছেন। তাঁর নামের সঙ্গে মিল রেখে অনুষ্ঠানের নাম ‘টোটাল টয়া’। অনুষ্ঠানটিতে শ্রোতাদের পাঠানো ভালোবাসার বার্তা প্রিয়জনদের কাছে পৌঁছে দিবেন টয়া। পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানও বাতলে দেবেন এ অভিনেত্রী।

এর আগে টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করলেও এটাই টয়ার প্রথম কোনো রেডিও শো। এখন থেকে প্রতি শনিবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত একটি এফএম রেডিওতে হাজির হবেন তিনি। এ প্রসঙ্গে টয়া বলেন, ‘ছোটবেলা থেকেই রেডিও শুনতে পছন্দ করি। রেডিওতে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।’
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে