বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮, ০৯:৪০:৪৬

অন্তর্জালে শাকিব-মিমের আইটেম সং

অন্তর্জালে শাকিব-মিমের আইটেম সং

বিনোদন ডেস্ক: ‘আমি নেতা হবো’ ছবিটি প্রথম থেকেই নানা কারণে আলোচনায় ছিল। এবার এর পরতে যুক্ত হলো নতুন পাতা। কারণ ছবিটির জন্যই প্রথমবারের মতো আইটেম গানে অংশ নিয়েছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম।

গানটি আজ (১১ জানুয়ারি) রাতে কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। শিরোনাম ‘লাল লিপস্টিক’।

প্রিয় চ্যাটার্জির লেখা এ গানে সুর করেছেন আকাশ। গেয়েছেন তৃষা চ্যাটার্জি ও আকাশ। বলে রাখা ভালো, তারা প্রত্যেকেই কলকাতার!

তবে এমন গানে এভাবে বাংলাদেশের দুই তারকাকে আগে কখনও দেখা যায়নি। পুরো গানজুড়েই ছিল মিমের নাচ। সঙ্গে শাকিবও নাচের মঞ্চে উঠেছেন।

উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবির কেন্দ্রীয় চরিত্রেও আছেন শাকিব-মিম। এটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

উল্লেখ্য, শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের এটি দ্বিতীয় ছবি। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল তাদের ‘আমার প্রাণের প্রিয়া’। এর মধ্যে তাদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে