শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮, ১১:৫৩:৪১

এবার শাহরুখের মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট!

এবার শাহরুখের মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট!

বিনোদন ডেস্ক: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর ৪৮তম বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে ২৪তম অ্যানুয়াল ক্রিস্টাল অ্যাওয়ার্ডে সম্মানিত হতে চলেছেন শাহরুখ খান। ভারতে নারী এবং শিশুদের অধিকারের ক্ষেত্রে অসামান্য ভূমিকার জন্যই এই সম্মান পেতে চলেছেন তিনি। আগামী ২২ জানুয়ারি এই পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে তার সঙ্গে আরও যেসব বিখ্যাত তারকারা উপস্থিত থাকছেন তারা হলেন, অভিনেতা-পরিচালক কেট ব্ল্যাংকেট এবং গায়ক এলটন জন। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও উপস্থিত থাকার কথা রয়েছে। ১৯৯৭-এর পর থেকে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে চলেছেন।

স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহরুখ। অ্যাসিডে আক্রান্ত মহিলাদের চিকিৎসা থেকে তাদের আইনি সাহায্য, ভোকশনাল ট্রেনিং, পুনর্বাসন, বেঁচে থাকার রসদ জুগিয়ে চলেছে শাহরুখের এই ফাউন্ডেশন। এছাড়া শিশুদের জন্য হসপিটাল ওয়ার্ড, ক্যান্সারে চিকিৎসার ক্ষেত্রে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও তার ভূমিকা উল্লেখযোগ্য। ফলে এই বিশ্বসেরার স্বীকৃতি।
১২ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে