শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮, ০৪:০৭:০৬

অপূর্বকে প্রতিটি স্টেপে ফলো করে ছেলে জাইয়ান

অপূর্বকে প্রতিটি স্টেপে ফলো করে ছেলে জাইয়ান

বিনোদন ডেস্ক: জিয়াউল ফারুক অপূর্ব। বর্তমানে টেলিভিশন নাটকের সবচেয়ে জনপ্রিয় মুখ। 'ইউ গট দ্য লুক' থেকে উঠে আসা অপূর্ব সমসাময়িক প্রজন্মের নিকট স্টাইল আইকনও বটে। তাঁকে অনুসরণ করে প্রজন্মের ছেলেরা। তার স্টাইল, দাড়ি, ড্রেসআপ-এসব তরুণদের নিকট অনুকরণীয়ই বটে!

কিন্তু সন্তান যদি হয় অনুসরণকারী? এটা একদম স্বাভাবিক ঘটনা। বাবাকে অনুসরণ করবে ছেলে। তাই বলে এতোটা? হুম এতোটাই। অপুর্বের ছোট পুত্র জাইয়ান এখনো অনেক ছোট। কিন্তু এই বয়সেই প্রতেকটি পদক্ষেপে বাবাকে অনুসরণ করে। মা নাজিয়া হাসান ছেলেকে সবসময় আগলে রাখেন। কিন্তু ছেলে বাবা অন্তঃপ্রাণ।

গতকাল বৃহস্পতিবার অপূর্ব সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজস্ব আইডি থেকে দুটো ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে বাবা অপূর্বকে হুবহু কপি করেছে জাইয়ান। পোশাক পরিচ্ছদে, দাঁড়ানোর স্টাইলে, মুখের এক্সপ্রেশনে...। আর অপূর্বও বলছেন, 'সত্যি এটা আশ্চর্যজনক, যে প্রতিটি স্টেপ সে আমাকে ফলো করছে...'
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে