শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৫:১৫

অপারেশন থিয়েটারে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঐশী

অপারেশন থিয়েটারে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঐশী

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঐশী। নবম শ্রেণীর ছাত্রী থাকাকালীন একটি বেসরকারি টিভিতে গান করেই হয়ে ওঠেন জনপ্রিয়। এরপর তার ঐশী এক্সপ্রেস অ্যালবাম। আর ভিন্ন ধারার গায়কী দিয়ে দ্রুতই দর্শক হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হন তিনি।

অডিও, প্লেব্যাকের পাশাপাশি স্টেজ শো এবং নিজ গানে মডেল হিসেবে দেখা যাচ্ছে তাকে। তবে এতো কিছু ব্যস্ততার মাঝেও কিন্তু তার কাছে সবচেয়ে গুরুত্ব পায় পড়ালেখা। রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী ঐশী তার ও পরিবারের স্বপ্ন পূরণর লক্ষে পড়ালেখার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন সমানতালে।

গত রোববার হবু ডাক্তার ঐশী তার নিজের ফেসবুক ওয়ালে এমনই কিছু ছবি পোস্ট করেছেন, যেখানে ডাক্তারের বেশে ওটি'তে কর্মব্যস্ত ঐশীকে দেখা যাচ্ছে। এটিই তার অস্ত্রোপচারের প্রথম অভিজ্ঞতা। ছবির ক্যাপশনে লিখেছেন, 'প্রথমবার অপারেশন থিয়েটারে...'

ঐশী সকল সময়ই বলে থাকেন, 'মেডিকেলে পড়ালেখার অনেক চাপ থাকে। পেশাদার কণ্ঠশিল্পী হওয়ার সঙ্গে সঙ্গে একজন ডাক্তার হতে সকল চাপকেই হাসি মুখে মেনে নিতে হয়।'

ঊল্লেখ্যে, এরিমধ্যে যথেষ্ট খ্যাতি পেলেও নিজেকে সকল সময় 'ছোট' বলে সম্বোধন বিনয়ী ও সদা হাস্যোজ্জ্বল ঐশী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে