বিনোদন ডেস্ক: এতোটা হয়তো আনুশকাও আশা করেননি। সদ্য বিবাহিত স্বামীকে সুদূর দক্ষিণ আফ্রিকায় রেখে এসেছেন। শ্যুটিংয়ে তাই একটু তো ফাঁকা ফাঁকা লাগতেই পারে। কিন্তু সে সুযোগ কই! শাহরুখ আছেন না…! স্বামী বিরাট কোহলির অভাব আনুশকাকে এতটুকুও মনে করতে দিলেন না বলিউডের কিং খান শাহরুখ খান।
হ্যানিমুন শেষ করে প্রথমদিনই শ্যুটিং স্পটে গেলেন। দরোজা খুলে ভেতরে যেতেই তো আনন্দে টগবগে আনুশকা। চারদিকে ফুল আর ফুল। মাঝে তার আর বিরাটের বিয়ের নানা মুহূর্তের ছবি সাজিয়ে রাখা।
নববধূকে শ্যুটিং সেটে এমন সারপ্রাইজ দেয়ার জন্য আগে থেকেই পরিকল্পনা করেছিলেন শাহরুখ।
এর পর মেক-আপ নিতে বসে হাসতে হাসতে আনুশকা তখনই সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন- ‘… জিরোয় ফিরলাম। ফিল্ম এবং সহকর্মীদের কাছে ফিরে দারুণ লাগছে…’।
আনুশকা এখন আনন্দ এল রাই-এর ‘জিরো’ ছবির শুটিং শুরু করেছেন। ছবিতে শাহরুখ-ক্যাটরিনাও রয়েছে। এ বছরে অনুশকার হাতে রয়েছে ‘পরী’, ‘জিরো’ এবং ‘সুই ধাগা’র মতো তিনটি বিগ বাজেটের ছবি। ‘পরী’ ছবির প্রযোজক হিসেবে তার দায়িত্বও বাড়তি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস