শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ০১:২১:৪৯

‘৫০ পেরিয়েছেন নায়িকা শাবনূর’

‘৫০ পেরিয়েছেন নায়িকা শাবনূর’

বিনোদন ডেস্ক: বহু প্রতীক্ষার পর শাবনূর অভিনীত চলচ্চিত্র ‘পাগল মানুষ’ মুক্তি পেল গত শুক্রবার। প্রয়াত পরিচালক এম এম সরকারের এই ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন নবাগত শাহের খান। ছবির বর্তমান প্রযোজকও তিনি। ছবিটি ৫১টি হলে মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন শাহের খান।

হলে মুক্তি পাওয়ার বিষয়টি নিয়ে একটু মজা করেই শাহের খান বলেন, ‘৫০ পেরিয়েছেন নায়িকা শাবনূর। আমরা সারাদেশে ৫১টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়েছি। আমরা দেশের বড় সিনেমা হলগুলোতে ছবিটা মুক্তি দিয়েছি, কারণ ছবিটির বাজেট একটু বেশি, আর দেশে সব সিনেমা হল থেকে টাকা আসে না।’

এদিকে ছবিটি নিয়ে শাবনূর বলেন, ‘মনে একটা শান্তি অনুভব করছি। কারণ এই ছবি মুক্তি নিয়ে আমি শঙ্কিত ছিলাম, যেহেতু আমার এই ছবির পরিচালক শুটিং চলকালে মারা গেছেন, তাই আমার মধ্যে এক ধরনের দায় কাজ করছিল ছবিটি নিয়ে। যে কারণে আমি শারীরিকভাবে অভিনয়ের জন্য ফিট না হলেও ছবির একটি গান করে দিয়েছিলাম। দর্শক যদি ছবিটি দেখেন, তা হলে মান্নান স্যারের আত্মা শান্তি পাবে।’

সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন কি না জানতে চাইলে শাবনূর বলেন, ‘নতুন ছবি মুক্তি পেলেই আমি হলে গিয়ে ছবি দেখি। এটা যেহেতু আমার ছবি, অবশ্যই দেখব। তবে আজ দেখতে পারছি না, আগামীকাল দেখার ইচ্ছা আছে। কোন হলে দেখব, সেটা বলতে চাই না।’

‘পাগল মানুষ’ ছবিটি পরিচালনা শুরু করেন এম এম সরকার। ২০১২ সালের ২৯ ডিসেম্বর ছবিটির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর এম এম সরকারের সহকারী পরিচালক বদিউল আলম খোকন ছবিটির বাকি অংশের শুটিং শেষ করেন। দেরিতে মুক্তি পেলেও দর্শক ছবিটি পছন্দ করবেন বলে আশা প্রকাশ করেন পরিচালক বদিউল আলম খোকন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে