সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৭:২৮:২৫

শাকিব-অপুকে ডিএনসিসির হুঁশিয়ারি

শাকিব-অপুকে ডিএনসিসির হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক: কিছুতেই শেষ হচ্ছে না শাকিব-অপুর বিচ্ছেদের আলাপ-আলোচনা, হচ্ছে না কোনও সমাধান। অপু বারবার সংসার করার কথা বললেও শাকিব খান তার সিদ্ধান্তে বরাবরের মতো অনড়। তিনি অপু বিশ্বাসের প্রতি এতটাই বিরক্ত হয়ে পড়েছেন যে, তালাকনামা পাঠানোর পর একবারও তার সামনাসামনি হননি।

এদিকে আজ ১৫ জানুয়ারি ছিল ডিএনসিসিতে তাদের তালাকের বিষয়টি নিয়ে শুনানি করার প্রথম দিন। অপু যথাসময়ে সেখানে পৌঁছালেও উপস্থিত ছিলেন না শাকিব খান। বর্তমানে তিনি থাইল্যান্ডে অবস্থান করছেন ।

অপু বিশ্বাস আজকের বৈঠকে শাকিবকে না পেয়ে বলেন, ‘তার সাথে আমার কিছুতেই দেখা হচ্ছে না, তার সাথে দেখা হলে সামনাসামনি কথা হলে সবকিছু ঠিক হয়ে যেত। এছাড়া  তিনি বলেছেন, ‘তার জন্য আমি ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছি, আমাদের একটি ছেলে রয়েছে। তাই আমি শাকিব খানের সাথে সংসার করতে চাই’।

এদিকে শাকিব অপুকে হুঁশিয়ারি দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘আমরা অপু বিশ্বাসের কথা শুনেছি আর আজ যেহেতু শাকিব খান বা তার কোন প্রতিনিধি আসেন নি তাই আগামী ফেব্রুয়ারী মাসের ১২ তারিখ দ্বিতীয় বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে। সে তারিখেও যদি শাকিব খান যোগাযোগ না করেন তাহলে তৃতীয় ও শেষ বৈঠকের তারিখ জানানো হবে’।

এছাড়া তারা আরো বলেছেন, ‘কোনও পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে ৯০ দিনের মধ্যে উভয়কে তিনবার ডেকে সমঝোতার চেষ্টা করা। সমঝোতা না হলে স্বাভাবিকভাবেই তালাক কার্যকর হয়ে যাবে। এখানে সময় বাড়ানোর কোনও সুযোগ নেই’।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে