বিনোদন ডেস্ক : একেবারে ছোটবেলার বন্ধু সুজানকে বিয়ে করেন হৃতিক রোশন।২০১৪-এ ডিভোর্স হয়ে গিয়েছে হৃতিক-সুজানের। কিন্তু এখনও এক সঙ্গে নিয়মিত দেখা যায় তাঁদের। ২০১৬-য় এক সঙ্গে দুবাই যান তাঁরা। তারপর থেকে এক সঙ্গে নিয়মিত দেখা যায় তাঁদের।
গুজব ছড়িয়েছে, মিটমাটের সম্ভাবনা রয়েছে। তারা দুজনেই দুই ছেলেকে যথেষ্ট সময়ও দিচ্ছেন। কখনও তারা একসঙ্গে বেড়াতে যান, আবার কখনও বা সিনেমা দেখতে যান। ২ ছেলে অবশ্য বড় হচ্ছে বাবার কাছেই। মুম্বইয়ের জুহুর পিভিআরে সপরিবারে সিনেমা দেখতে গেলেন হৃতিক রোশন। সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী সুজান ও দুই ছেলে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস