মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ০৫:০২:৪৬

হঠাৎ মিমের এ সাজ কেন?

হঠাৎ মিমের এ সাজ কেন?

বিনোদন ডেস্ক: শাপলা মিডিয়া প্রযোজিত ‘আমি নেতা হবো’ সিনেমার ‘লাল লিপিস্টিক’ শিরোনামের আইটেম গানের জন্য সম্প্রতি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হওয়ার পর ভিউয়ারের বন্যা বয়ে যায়।

প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। গানটির জন্য নতুন বছরে দর্শকমহলে আবারও আলোচনায় এসেছেন মিম।

জনপ্রিয় এই অভিনেত্রী একটু আগে কালো চশমা পরা বধূবেশে কিছু ছবি তার ভ্যারিফাইড ফেসবুক পেইজে পোস্ট করে চমকে দেন ভক্তদের।

হঠাৎ মিমের এই রিমিক্স স্টাইলের সাজ দেখে এক ভক্ত লিখেছেন, ‘কি পিকচার হলো এটা!’। আরেক ভক্ত তার সাজের প্রশংসা করে  লিখেছেন, ‘কোন কথা হবে না, শুধু দেখব’। আরেক ভক্ত চশমার পরার স্টাইলের সমালোচনা করে লিখেছেন, ‘চশমাতে বেশি ভালো লাগে নাই’। আরেক ভক্ত লিখেছেন, ‘লুকিং রোমান্টিক’।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে