মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ০৫:৪৫:১৪

ফেসবুক লাইভে এসে নিজের ভিডিও স্ক্যান্ডাল নিয়ে কথা বললেন তিন্নি

ফেসবুক লাইভে এসে নিজের ভিডিও স্ক্যান্ডাল নিয়ে কথা বললেন তিন্নি

বিনোদন ডেস্ক: শ্রাবস্তী দত্ত তিন্নিকে প্রবাসী তারকা বলাই যায়। কারণ তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রবাসেই থাকবেন। এসব তো পুরান গল্প।  নতুন খবর হচ্ছে এক সময়কার জনপ্রিয় এ অভিনেত্রী গতকাল ফেসবুক লাইভে এসে নিজের সাম্প্রতিক জীবন-যাপন নিয়ে কথা বলেছেন।

লাইভে এসে তিনি তার নানা সময়ের ক্ষোভ প্রকাশ করেন। ২১ মিনিটের বেশি সময় তিনি লাইভে ছিলেন। তাকে নিয়ে যে ভিডিও স্ক্যান্ডাল প্রকাশ হয়েছিল সে প্রসঙ্গেও তিনি কথা বলেন লাইভে।  শুধু তাই নয়, নিজের সঙ্গী, সন্তান, বয়স নিয়েও কথা বলেন তিনি। নিজের নতুন আবাস, রান্না বান্নাও তিনি দেখান লাইভে এসে।   

আলোচিত এই অভিনেত্রী বর্তমানে সপরিবারে কানাডায় বসবাস করছেন। গত বছরের ১৫ অক্টোবর থেকে সেখানে আছেন তিনি। কানাডাতেই স্থায়ীভাবে থাকার পরিকল্পনা আছে তার।

২০১৫ সালে ‘একই বৃত্তে’ নাটক দিয়ে অভিনয়ে ফিরছিলেন তিনি।  এরপর ‘চেক পোস্ট’ নামে একটি নাটকে অভিনয় করেন।  গত বছরের জুলাইয়ে পারভেজ আমিনের পরিচালনায় তিনি সর্বশেষ ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নামে একটি নাটকে অভিনয় করেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে