বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮, ১১:২১:০০

তাহলে কি বুবলীকেই বিয়ে করছেন শাকিব খান?

 তাহলে কি বুবলীকেই বিয়ে করছেন শাকিব খান?

বিনোদন ডেস্ক : ডিভোর্সের বিষয়ে শুনানি ও ঝামেলা মিটানোর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) থেকে গত সোমবার অপু-শাকিবকে তলব করা হয়েছিল।  কিন্তু ডাকে অপু সাড়া দিলেও উপস্থিত হননি শাকিব।

জানা গেছে, ’চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মায়া’ ছবির গানের শুটিং নিয়ে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাকিব খান। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

এদিকে, শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, অপু বিশ্বাসের সঙ্গে সংসার করার কোনো ইচ্ছেই শাকিবের নেই। কোনো শুনানিতে তিনি বা তার প্রতিনিধি উপস্থিত নাও হতে পারেন। কাবিনের টাকা পরিশোধ করা হবে সময়মতো। তবে অপু-শাকিব ডিভোর্সের মধ্যে দিয়ে শাকিব-বুবলীর সম্পর্কের ধারণাটা আরো তীব্র হয়ে উঠছে। কারণ প্রতিবারই শাকিব-বুবলীকে পাওয়া যাচ্ছে একইসঙ্গে যেখানে অপু রয়ে গেলেন একা!

সেক্ষেত্রে শাকিব-বুবলীর বিয়ের সম্ভাবনাটা কিন্তু ধীরে ধীরে প্রকট হয়ে উঠছে। এখন দেখা যাক আসলে কোথায় গিয়ে শেষ হয় অপু-শাকিব-বুবলীর এই ত্রিমাত্রিক টানাপোড়েন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে