বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮, ০৭:০৮:৪৫

এটি খুবই অপমানজনক, যখন তারা প্রত্যেকটি জিনিস ধরে ধরে...

এটি খুবই অপমানজনক, যখন তারা প্রত্যেকটি জিনিস ধরে ধরে...

বিনোদন ডেস্ক: শুধু পাকিস্তানি নাগরিক হওয়ায় আন্তর্জাতিক বিমানবন্দরে অপমানিত হতে হয়েছে অভিনেত্রী সাবা কামারকে। সাবা পাকিস্তানের প্রথম সারির অভিনেত্রী। বলিউডে কাজ করেও খ্যাতি কুড়িয়েছেন তিনি। কিন্তু পাকিস্তানের নাগরিক হওয়ায় দেশের বাইরে বারবার তাকে অপদস্থ হতে হয়েছে।

সম্প্রতি ইন্টারনেটে সাবা কামারের একটি ভিডিও ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। এতে ৩৩ বছরের সাবা জানান, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ‘নিরাপত্তা পরীক্ষা’র নামে তাকে বারবার অপমানিত করা হয়েছে। কারণ তিনি পাকিস্তানি পাসপোর্ট বহন করছিলেন।

সাবা বলেন, যেভাবে আমাদের (পাকিস্তানি) পরীক্ষা করা হয় (আন্তর্জাতিক বিমানবন্দরে), আমি বর্ণনা করতে পারব না। এটি খুবই অপমানজনক, যখন তারা প্রত্যেকটি জিনিস ধরে ধরে পরীক্ষা করে। শুটিংয়ের জন্য একবার জর্জিয়ার রাজধানী তিবলিসিতে যেতে হয়েছিল সাবাকে। তিনি ছাড়া সবাই ছিলেন ভারতীয়।

সাবা বলেন, সেই সফরের কথা আমার এখনও মনে আছে। আমার সঙ্গে থাকা সব ভারতীয়কে যেতে দেয়া হয়েছিল। কিন্তু আমাকে বিমানবন্দরে থামিয়ে দেয়া হয়। আমার পাকিস্তানি পাসপোর্টের কারণে এটি করা হয়েছিল। অনেক তদন্ত ও জবাবদিহি করার পর আমাকে যেতে দেয়া হয়েছিল। সেদিন আমি উপলব্ধি করেছিলাম- দেশের বাইরে কী সম্মান আমরা পাই। বিশ্বে আমাদের অবস্থান কী। আমরা কোথায় দাঁড়িয়ে আছি?
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে