বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৫:০৫

বিয়ে তো করবেন কিন্তু আগে একি বললেন সোনম কাপুর?

 বিয়ে তো করবেন কিন্তু আগে একি বললেন সোনম কাপুর?

বিনোদন ডেস্ক: দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সোনমের সম্পর্কের গল্প নতুন নয়। তবে সম্পর্ক নিয়ে এখনও কেউই মুখ খোলেননি। শোনা যাচ্ছে তারা খুব দ্রুত বিয়ে করবেন। তবে আগে একি
বললেন সোনম কাপুর? সদ্য বিয়ে নিয়ে প্রশ্ন করায় চটেছেন বলিউড তারকা সোনম। তার ভাষ্য- তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহ থাকা ভালো। কিন্তু তা শোবারঘরে ঢুকে গেলে বিব্রতই লাগে। তার ওপর মেয়েতারকা হলে তো কথাই নেই।
 
মুম্বাই মিরর জানিয়েছে, সম্প্রতি সোনমকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আচ্ছা, রণবীর কাপুর বা রণবীর সিংহ কবে বিয়ে করবেন, সেটি জানতে চেয়েছেন কখনও? কেন শুধু নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহ?’

সোনম আরও জানান, তিনি প্রাইভেট পারসন, আর বিয়ের সিদ্ধান্ত তো সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তাও তিনি বিয়ের খবর শেয়ার করতে পারতেন। কিন্তু এখানে আরও এক ব্যক্তি জড়িয়ে রয়েছেন। ফলে তাকে সম্মান দেখাতেই হবে। তাই বিয়েসংক্রান্ত কোনো প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন না।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে