বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮, ১১:০২:৫৪

‘আবর্ত’ নির্মাতার ছবির নায়ক শুভ, নায়িকা কে?

‘আবর্ত’ নির্মাতার ছবির নায়ক শুভ, নায়িকা কে?

বিনোদন ডেস্ক: জয়া আহসান অভিনীত কলকাতার প্রশংসীত ছবি ‘আবর্ত’ নির্মাতা অরিন্দম শীল এবার নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন। ছবির নাম ‘বালিঘর’। আর এই ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে। বেঙ্গল ক্রিয়েশনস ও নাথিং বিয়ন্ড সিনেমার ব্যানারে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি।

আর ‘বালিঘর’-এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো টালিগঞ্জের পরিচালকের নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন শুভ। এরআগে যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করলেও সেগুলোর নির্মাতা ছিলেন দেশিয়।

আরিফিন শুভ বলেন, ‘বালুঘর ছবিতে কাজ করার পেছেনে দুটি কারণ রয়েছে। এক হলো, গল্প অন্যটি পরিচালক। এ ছবিতে দুটি দিকই পেয়েছি। এটা যেহেতু আমার জীবিকা তাই স্রোতের সাথে চলে, কাজ করা আমি বিশ্বাস করি না। আমি মানের দিকটি সব সময়ই আগে রাখি।

চার বন্ধুর গল্প নিয়ে সাজানো হয়েছে ‘বালুঘর’। এখানে শুভ’র তিন বন্ধুর চরিত্রে অভিনয় করছেন কলকাতার আবির চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী। আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে ছবির কাজ। শুভ যোগ দিবেন মার্চে। তবে তার বিপরীতে নায়িকা কে হবেন সেটা জানাননি নির্মাতা। তবে অরিন্দমের এই ছবিতে শুভ’র বিপরীতে নুসরাত ইমরোজ তিশার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনিই হতে পারেন এই ছবির নায়িকা!

আগামী ২০ জানুয়ারি শনিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজধানী সোনারগাঁও হোটেলে ছবিটির আনুষ্ঠানটিক ঘোষণা দেওয়া হবে। সেদিনই জানা যাবে , ‘বালিঘর’ ছবিতে আরেফিন শুভর নায়িকা কে থাকবেন!
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে