শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:০৬:১৭

আলতা পরায় বিয়ের গুঞ্জন, কী বলছেন ক্যাটরিনা?

আলতা পরায় বিয়ের গুঞ্জন, কী বলছেন ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক :  গতবছরের শেষ সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’। এতে সালমান খানের সঙ্গে সমান তালে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন ক্যাটরিনা কাইফ।

প্রাক্তন প্রেমিক সালমানের সঙ্গে সিনেমা করার পাশাপাশি ব্যক্তি জীবনেও বেশ ঘনিষ্ঠ তিনি। সম্প্রতি কয়েকটি ছবির কারণে বিয়ের গুঞ্জন উঠলো ক্যাটরিনার। ছবিতে দেখা গেছে, হাতে-পায়ে আলতা পরে ছবি তুলেছেন তিনি। তবে কী আনুশকা শর্মার পথ ধরে বিয়ে করতে চলেছেন ক্যাট? সত্যটা কী?

ক্যাটরিনার হাতে পায়ে আলতা পরা ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিয়ের জল্পনা। গত দুদিন ধরে ক্যাটরিনার পায়ে আলতা পরা বেশকিছু ছবি ইন্টারনেটে ঘুরছে। পরিচালক আলি আব্বাস জাফরের জন্মদিনে গিয়েছিলেন তিনি। সেখানে হালকা বেগুনি রঙের একটি মিনি ড্রেস পরেছিলেন ক্যাটরিনা। কিন্তু তার হাতে-পায়ে পরা ছিল আলতাও।

সেই ছবি সামনে আসতেই তার অনুরাগীরা প্রশ্ন করে বসেন, এবার কী বিয়ে করছেন ক্যাটরিনা? অবশ্য বিয়ের জল্পনা উড়িয়ে দিয়েছেন ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধুরা। জানালেন, শুটিংয়ের খাতিরে এই আলতা পরে রয়েছেন ক্যাটরিনা। আলতা পরায় বিয়ের গুঞ্জন, কী বলছেন ক্যাটরিনা?

সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ক্যাটরিনা এখন ‘থাগস অব হিন্দুস্তান’ এর শুটিংয়ে ব্যস্ত। শুটিং থেকে আলি আব্বাসের জন্মদিনে পৌঁছান তিনি। মনে করা হচ্ছে, এই সিনেমায় কোনও বিয়ের দৃশ্যের শুটিং করছিলেন ক্যাটরিনা। আর সেখান থেকে সরাসরি পার্টিতে যাওয়ায় মেকআপ তোলার সময় পাননি।

‘থাগস অব হিন্দুস্তান’ এর পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’র শুটিংও করছেন তিনি। ফলে বিয়ের জন্য এখন একেবারে সময় নেই বলে এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন নায়িকা।

সূত্র: ইন্ডিয়া টিভিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে