শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৬:১৪

আমিতাভ রেজা আমাকে 'প্রপোজ' করেছিল: সাবা

আমিতাভ রেজা আমাকে 'প্রপোজ' করেছিল: সাবা

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তাকে প্রেমের প্রস্তাব (প্রপোজ) দিয়েছিলেন বলে জানিয়েছেন মডেল ও অভিনেত্রী সোহানা সাবা।

অভিনেতা শারিয়ার নাদিম জয়ের সঞ্চালনায় একটি বেসরকারি টেলিভিশনের ‘সেন্স অফ হিউমার’ অনুষ্ঠানে সম্প্রতি তিনি এমনটাই দাবি করেছেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে সাবাকে প্রশ্ন করা হয় আপনি অমিতাভ রেজা চৌধুরীর প্রেমে পড়েছিলেন? নাকি তিনি আপনার প্রেমে পড়েছিলেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘হুম আমাদের দেড় বছর প্রেম ছিল আর অমিতাভ রেজা চৌধুরী প্রস্তাব দিয়েছিলেন।’

অবশ্য এদিন, শুরুতেই সাবাকে সম্মুখীন হতে হয় বিচ্ছদের পর ফেসবুকে নিজের খোলামেলা ছবি পোস্ট করার ব্যাপারে। জবাবে সোহানা সাবা বলেন, 'আমি ছোট বেলা থেকেই খোলামেলা। খোলামেলা বলতে মানুষ যা বোঝায়, সে ব্যাপারে বলবো যে, আমি নিজেকে কখনো রাখা-ঢাকা মনে করি না। তাছাড়া ২০১১ সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি পুরো পিঠ বের করে গিয়েছিলাম এবং তখন একমাত্র আমিই সেটা করেছিলাম। কই তখনও তো মুরাদ (সাবেক স্বামী) ছিল।'

এই প্রসঙ্গে করা আরেকটি প্রশ্নের জবাবে সাবা বলেন, ''দুটি বিষয় আমি এক সঙ্গে মেলাবো না। কারণ বিচ্ছেদের আগে আমি ফেসবুকে বসতাম না, কারণ মুরাদ সেটা পছন্দ করত না। মাসে দেখা যেত একবার বসতাম।''
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে