শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৫:১০

পড়াশোনায় মন দেব, এলএলবির সেকেন্ড ইয়ার চলছে আমার: নুসরাত

পড়াশোনায় মন দেব, এলএলবির সেকেন্ড ইয়ার চলছে আমার: নুসরাত

বিনোদন ডেস্ক: আপাতত আর কোনও কাজ নয়; পড়াশোনায় মনযোগ দেবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। শুক্রবার মুক্তি পেয়েছে ফারিয়ার ‘ইনস্পেক্টর নটি কে’। এই রোম্যান্টিক কমেডিতে তিনি জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে।

এসব প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকার সঙ্গে কথা বলতে গিয়ে নিজের পরিকল্পনার কথাও জানালেও বর্তমান সময়ের ব্যস্ততম নায়িকা। তিনি বলেন, বেশ কিছু প্রোজেক্ট নিয়ে কথাবার্তা চললেও, ফাইনাল না হওয়ায় এখনই শেয়ার করতে চাই না।  আপাতত পড়াশোনায় মন দেব। এলএলবির সেকেন্ড ইয়ার চলছে আমার।

নতুন ছবি নিয়ে ফারিয়া জানান, জিতের সঙ্গে এটা তার তৃতীয় ছবি। যত দিন যাচ্ছে জিৎ তো বটেই, গোটা ইউনিটের সঙ্গে আরও ফ্রেন্ডলি, আরও কমর্ফটেবল হচ্ছেন তিনি। জিতের সঙ্গে ফারিয়াকে এর আগেও বড়পর্দায় দেখেছেন দর্শক। তবে রোম্যান্টিক কমেডি ছবি ‘ইনস্পেক্টর নটি কে’তে এই জুটির অন্য কেমিস্ট্রি দেখবেন দর্শক। ইতিমধ্যেই ছবির চারটি গান মুক্তি পেয়েছে। ফারিয়ার মতে, সেই গান মানুষের পছন্দ হয়েছে। আর তা দেখেই বুঝতে পারছি, ছবিটিও দর্শকদের ভাল লাগবে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে