শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ১২:০৬:১৭

শুরু হয়েছে নাবিলা-অপূর্বর 'সংসার'

শুরু হয়েছে নাবিলা-অপূর্বর 'সংসার'

বিনোদন ডেস্ক :  'আয়নাবাজি' খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলার 'সংসার' নাটকের শ্যুটিং শুরু হয়েছে। এতে ইরা চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে তার স্বামী তানভীরের চরিত্রে আছেন জিয়াউল ফারুক অপূর্ব।

'সংসার' নাটকটি পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান। গত বছর তার ‘বড় ছেলে’ নাটকটি আলোচিত হয়েছিল। গত ১৮ জানুয়ারি থেকে রাজধানীর উত্তরায় ‘সংসার’ নাটকের শুটিং শুরু হয়েছে। ভালোবাসা দিবসে নাটকটি প্রচার হবে।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, এ নাটকে দেখানোর চেষ্টা করবো একটি আদর্শ দম্পতি কেমন হয়। তানভীর এবং ইরার দাম্পত্য জীবনের গল্পটা কোনো সংঘাতের গল্প নয়। শুধুই ভালোবাসার গল্প।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে