শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ০৩:২৫:৩৭

গুজব নয়, এবার সত্যিই বিয়ে করছেন 'বাহুবলী' প্রভাস

গুজব নয়, এবার সত্যিই বিয়ে করছেন 'বাহুবলী' প্রভাস

বিনোদন ডেস্ক  :   এই বছরেই বিয়ে করছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। না, এবার আর গুজব নয়, সত্যিই বিয়ে করছেন 'বাহুবলী' প্রভাস। নিজের জন্মদিনে খোদ এই কথা জানিয়েছেন প্রভাসের কাকা তথা তেলেগু ইন্ডাস্ট্রির বিশিষ্ট অভিনেতা কৃষনাম রাজু।

রাজামৌলির বাহুবলীর পর এমনিতেই ফেভারিটের তালিকায় রয়েছেন প্রভাস। দেশের মধ্যে অন্যতম ব্যাচেলর অভিনেতার মধ্যেও তাঁর নাম রয়েছে। বাহুবলীর পর অমরেন্দ্র বাহুবলী হিসেবে অত্যন্ত জনপ্রিয় প্রভাস। সিনেমায় দেবসেনার সঙ্গে রসায়ন ও মানুষের সেবা ও রাজার মতো বীরের চরিত্র যেন আরও বেশি করে টেনেছে মানুষকে।

ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায়, অনুষ্কা শেট্টির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর। তবে প্রতিবারই দুজনে এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। তবে প্রভাস কাকে বিয়ে বিয়ে করছেন, এ বছরের কবে করছেন, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, এবার বলিউডেও দেখা যাবে বাহুবলী তথা প্রভাসকে। শাহু সিনেমার জন্য এখন শ্যুটিং ব্যস্ত রয়েছেন এই দক্ষিণী সুপারস্টার। বিপরীতে রয়েছেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটি তেলেগু ও হিন্দিতে মুক্তি পাবে চলতি বছরেই। --এই সময়

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে