বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৭:২১

বাবা-মায়ের আশির্বাদে আজ আমি সুপারস্টার: জিৎ

বাবা-মায়ের আশির্বাদে আজ আমি সুপারস্টার: জিৎ

বিনোদন ডেস্ক : টালিউডের তারকা অভিনেতা জিৎ। বুধবার সকাল ১১ টায় ঢাকায় এসেছেন, তারপর উঠেছেন রাজধানীর সোনারগাঁও হোটেলে। উদ্দেশ্য, তার অভিনীত ‘ইনস্পেক্টর নটি কে’ ছবি বাংলাদেশে ২৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে; সেটির প্রচারণায় অংশ নেয়া।

‘ইনস্পেক্টর নটি কে’ ছবিতে জিৎ শুধুই অভিনয় করেননি, তিনি এ ছবির প্রযোজকও। বুধবার সকালে ঢাকায় এসে হোটেল সোনারগাঁওয়ের লবিতে বসে জিৎ কথা বললেন …

‘বস’ এবার হতে যাচ্ছে ‘ইনস্পেক্টর’। বাড়তি চাপ কিংবা টেনশন হচ্ছে?

চাপ, টেনশন ও উত্তেজনা সবকিছুই কাজ করছে, তবে কম। পুরো কাজটা এনজয় করেছি, অ্যাফোর্ড দিয়ে করেছি। আমি পরীক্ষা দিলাম দেখা যাক বাংলাদেশের দর্শকরা কেমন নম্বর দেন। সত্যি কথা বলতে, এবার খুব বেশি চাপ মনে হচ্ছে না। একটা কথা মনে পড়ে গেল, আমার ‘বস’ ছবি আর শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ একসঙ্গে মুক্তি পেয়েছিল একইসাথে। সেবার খুব টেনশনে ছিলাম।

সিনেমার গল্পে নয়, বাস্তব জীবনে আপনি কতটা ‘নটি’?
একটা সময় প্রচুর দুষ্টুমি করেছি। কিন্তু এখন আর ওগুলো করিনা। বয়সের একটা ব্যাপার থাকে। আমার মেয়ে আমার সঙ্গে এখন দুষ্টুমি করে। ওর বয়স পাঁচ বছর, নার্সারিতে পড়ছে। তাছাড়া আমার স্ত্রী মাঝেমধ্যে বলে আমার মাথায় নাকি দুষ্টুমি বুদ্ধি ভরা। সেজন্য নায়ক না হয়ে আমি উকিল হলেই পারতাম!

বাংলাদেশ-পশ্চিমবঙ্গ দু-দেশের সিনেমার আদানপ্রদান হচ্ছে। বিষয়টি আপনার দৃষ্টিতে কেমন…

বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষ আছেন। তারা আমাদের কলকাতার ছবিগুলো দেখুক। আবার বাংলাদেশের ভালো ছবিগুলো আমাদের ওপারে যাক। আমি মনে করি, যেসব বাধ্যবাধকতা রয়েছে সবকিছু তুলে দেয়া উচিত। দু-দেশে ফ্রি তে সিনেমা আদান-প্রদান হওয়া উচিত। দু-দেশের সিনেমার মার্কেট ওপেন করে দেয়া উচিত। তখন বলতে পারবো দুই বাংলার প্রায় ২৭ কোটি মানুষের সিনেমা বাংলা সিনেমা।

আপনি নিজেই একজন সফল নায়ক। এই সফলতার মূলমন্ত্র কী?

দর্শকরা আমাকে গ্রহণ করেছেন, নির্মাতারা আমাকে দিয়ে ভালো কাজগুলো করিয়েছেন; সেজন্য আমি সাফল্য পেয়েছি। এটা কমন উত্তর। তবে আমি মন থেকেই বলছি, আমার বাবা-মায়ের আশির্বাদ সবসময় আমার সাথে আছে। জীবনে তাদের উইশ আছে বলেই হয়ত আজ এই অবস্থান পেয়েছি। আমাকে সবাই সুপারস্টার বলে, ভালো লাগে। কিন্তু আমি বলছি, বাবা-মায়ের আশির্বাদে আজ আমি সুপারস্টার হয়েছি। চ্যানেল আই
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে