বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:৪২:৪২

শ্রীদেবীর বদলে যাওয়া চেহারা...

শ্রীদেবীর বদলে যাওয়া চেহারা...

বিনোদন ডেস্ক: বলিউড তারকাদের শরীরে ছুরি, কাঁচ ছোঁয়া প্রায়শই লক্ষ্য করা যায়। ‘প্লাস্টিক সার্জারির’ পর কখনও সুন্দরী হয়ে ওঠেন শিল্পা শেঠি আবার কখনও আনুশকা শর্মা। আবার কখনও প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টে ফেলেন অভিনেত্রী বাণী কাপুর। সবকিছু মিলিয়ে বলিউড অভিনেত্রীদের কাছে প্লাস্টিক সার্জারি নিছকই ছোটখাট একটি বিষয়। কিন্তু, এবার কি প্লাস্টিক সার্জারির দ্বারস্থ হলেন শ্রীদেবী?

সম্প্রতি শ্রীদেবীর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সরস্বতী পূজার দিন পরিচালক অনুরাগ বসুর বাড়িতে হাজির হয়েছেন শ্রী। আর সেখানেই ধরা পড়েছে শ্রীদেবীর অন্যরকম লুক। অনেকের মতে, ঠোঁটের উপর কাঁটাছেঁড়া করেছেন বনি কাপুরের স্ত্রী। আর তাতেই চেহারে এক্কেবারে পাল্টে গিয়েছে তাঁর। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

তবে পাপারাজ্জির প্রশ্নের মুখ থেকে রেহাই পাননি শ্রীদেবী। মুখে কোনও অস্ত্রপচার করিয়েছেন কি না জানতে চাইলে, সটান উত্তর দেন শ্রী। তিনি বলেন, তিনি কোনও অস্ত্রপচারই করাননি। কিন্তু, বলিউড অভিনেত্রী যতই অস্বীকার করুন না কেন, ভক্তরা কিন্তু অনুমান করতে পারছেন।-জি নিউজ
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে