বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮, ১২:৪২:৪২

এবারও তাকিয়ে আছি বাংলাদেশের দর্শকের সাড়া পাওয়ার জন্য : জিৎ

এবারও তাকিয়ে আছি বাংলাদেশের দর্শকের সাড়া পাওয়ার জন্য : জিৎ

কামরুজ্জামান মিলু : নিজের অভিনীত ‘বস টু’ ছবির প্রচারণায় গত বছরের ১৪ই জুন ঢাকায় এসেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। সেসময় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ৮১৭ নম্বর রুমে প্রথম কথা হয় জনপ্রিয় এই তারকার সঙ্গে। ওপার বাংলার এই তারকার নতুন ছবির নাম ‘ইন্সপেক্টর নটি কে’।

আশোক পাতি পরিচালিত এ ছবিটি আগামীকাল বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জিতের নিজস্ব প্রযোজনার এ ছবিটি বাংলাদেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। এ ছবির প্রচারণায় গতকাল সকালে আবার ঢাকায় এসেছেন এই তারকা।

গতকাল দুপুরে সোনারগাঁও হোটেলের এক কক্ষে দেখামাত্র জিৎ বলে উঠলেন, এই কেমন আছেন? আপনাকে তো চিনি, আবার দেখা হলো। উত্তরে জবাব ছিল, হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আর আপনার নতুন ছবি ‘ইন্সপেক্টর নটি কে’ এর খবর কি? এবার হেসে জিৎ বললেন, বসুন।

আজ ‘ইন্সপেক্টর নটি কে’ ছবি নিয়েই কথা বলতে চাই আমি। কারণ আমার অভিনীত নতুন এ ছবিটি এবার এদেশের বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। বলতে গেলে ঢাকার বাজারে আমার ‘বাদশা’, ‘বস টু’ ছবি দুটি এর আগে মুক্তি পেয়েছে। এবার ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটি নিয়েও আশাবাদী।

এক কথায় এবারও তাকিয়ে আছি এদেশের দর্শকের সাড়া পাওয়ার জন্য। এন্টারটেইনিং ফিল্ম বানানোর চেষ্টা করা হয়েছে। বাকিটা দর্শক দেখে বলতে পারবেন। এ ছবিটি গত সপ্তাহে ভারতেও মুক্তি পেয়েছে। তাই পশ্চিমবঙ্গের মানুষ আর বাংলাদেশের মানুষদের জন্য এ ছবির মার্কেটটা কি একই মনে করেন?

এর উত্তরে জিৎ বলেন, মার্কেটটা অবশ্যই কাছাকাছি রয়েছে। দুটো মার্কেটেই অনেক ট্যালেন্ট শিল্পী রয়েছে। আরো যোগ করে জিৎ বলেন, বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া বেশ ভালো চেষ্টা করছে। বিশেষ করে জাজের আজিজ ভাইয়ের সঙ্গে ‘বাদশা’ ছবি করার সময় পরিচয় হয়েছিল আমার। তিনি অনেক ভালো একজন মানুষ। তার প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করে আমার বেশ ভালো লেগেছে। এটা তো গেল প্রোডাকশন হাউজের কথা।

এবার জানতে চাই এ ছবিতে আপনার নায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে। তার সঙ্গে এটা আপনার তৃতীয় কাজ। নুসরাত প্রসঙ্গে জিৎ বলেন, ফারিয়া দিন দিন বেশ ভালো করছে। কাজ করতে গিয়ে দেখলাম এক কথায় গান, নাচ ও অ্যাকশনে বেশ ভালো করছে সে। আমি নিজেও এখনো অনেক কিছু শিখছি। যথেষ্ট স্মার্ট মেয়ে ফারিয়া। আর সবচেয়ে বড় বিষয় সে নিজেই নিজের বড় ক্রিটিক।

এবার এ ছবির গল্পটা নিয়ে জানতে চাই? উত্তরে জিৎ বলেন, খোচর আর খোচরানির গল্প এটি। পর্দায় এ ছবিতে নুসরাত ফারিয়াকে আমি খোচরানি বলেই ডাকি। দারুণ প্রেমের একটি গল্প এটা। ইতালিতে এ ছবির শুটিং হয়েছে। আর আমার মনে হয়, বড় পর্দায় এ ছবির গানগুলো দেখে দর্শক পছন্দ করবেন। এর বেশি বলব না, পর্দায় দেখুন।

সামনে বাংলাদেশে এসে পুরানোদের পাশাপাশি নতুন আরো নায়িকার সঙ্গে কাজ করতে চান জিৎ। সে বিষয়ে বলেন, বাংলাদেশে আরো অনেক নতুন ভালো শিল্পী রয়েছে। আমি সামনে তাদের সঙ্গেও কাজ করতে চাই। আর এ বিষয়ে জাজের আজিজ ভাইয়ের সঙ্গে এরইমধ্যে কথা হয়েছে। হয়তো খুব শিগগিরই আমি বাংলাদেশে আবারো এসে নতুন ছবির ঘোষণা দেবো। -এমজমিন

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে