বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮, ১২:৫৭:৪৬

কড়া নিরাপত্তার মধ্যে মুক্তি পেল পদ্মাবত

কড়া নিরাপত্তার মধ্যে মুক্তি পেল পদ্মাবত

বিনোদন  ডেস্ক  :  বিতর্ক থেকে আক্রমণ, মামলা। পদ্মবতি থেকে পদ্মাবত নাম পরিবর্তন। সব পেরিয়ে অবশেষে দিনের আলো দেখলো পদ্মাবত।কড়া নিরাপত্তার মধ্যে মুক্তি পেল পদ্মাবত।

শো শেষে দর্শকদের দাবি বিতর্কিত কিছু নেই সঞ্জয়লীলা বনশালীর এই ছবিতে। বরং এই ছবি রাজপুতদের ভাবমূর্তি কোনভাবেই নষ্ট হতে দেয়নি বলে মত কলকাতার সিনেপ্রেমীদের।

কি আছে পদ্মাবতে। সত্যি কি রাজপুতদের মর্যাদা হানি ? নাকি আলাউদ্দিন খিলজিকে মহান দেখানো হয়েছে এই ছবিতে ? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজতে হলে পাড়ি জমিয়েছিলেন দর্শকরা।

পদ্মবতী থেকে নাম বদলে হয়েছে পদ্মাবত। দর্শকদের মতে ছবিতে রাজপুতদের যথাযথ সম্মান রক্ষা করেছেন সঞ্জয় লিলা বনশালি। তবে ছবির প্রাণভোমরা অবশ্যই আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করা রণবির সিং। সিনেমার স্বার্থে বাস্তবের সঙ্গে কল্পনার মিশেল ঘটিয়েছে সঞ্জয় লিলা বনশালী। কিন্তু সেই কল্পনা কখনই কাউকে আঘাত দিয়েছে বলে মনে করছেন না কেউ।

ক্লাইম্যাক্স নিয়ে প্রশ্ন থাকলেও, সঞ্জয় লিলা বনশালীর এই ছবি দেখা যেতেই পারে। সিনেমাটোগ্রাফার সুদীপ চট্টোপাধ্যায় এই ছবিকে অন্য মাত্রা দিয়েছেন। তবে যতটা প্রতাশ্যা করা হয়েছিল পদ্মবত ততটা পূরণ করতে না পারলেও দর্শকদের মনে জায়গা করে নেবে। কিন্তু বিতর্ক এড়াতে ছবির বাদ যাওয়া দৃশ্যগুলিতে কী ছিল সেই কৌতুহলই জিইয়ে রাখল পদ্মবত। --নিউজ১৮

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে