বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮, ০৪:২৪:৩৭

'৪৮ ঘণ্টা চোখ বন্ধ করে থাকতে হয়েছে আমাকে'

'৪৮ ঘণ্টা চোখ বন্ধ করে থাকতে হয়েছে আমাকে'

 

বিনোদন ডেস্ক: আল্লাহ পৃথিবীর কোন মানুষকেই পরিপূর্ণভাবে সৃষ্টি করেন না। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু খুঁত থাকে। কানি মা গল্পে মায়ের কানা চোখ ছেলে হামিদকে লজ্জা দেয়, যা পরবর্তীতে সৃষ্টি করে মায়ের প্রতি সন্তানের তীব্র ঘৃণা ও অবজ্ঞা।  পৃথিবীর সব সহ্য করা যায় কিন্তু সন্তানের অবজ্ঞা যে সহ্য করা যায় না।

এমনই এক ভিন্নধর্মী গল্প নিয়ে তরুণ নির্মাতা নুইব হাসান নির্মান করেছেন নারী দিবসের বিশেষ টেলিছবি 'কানি মা।' যার নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা ছবি এবং ছেলে হামিদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।
গত ১১ থেকে ১৩ জানুয়ারি জোড় পুকুর রাজবাগান জোহাপল্লীতে টেলিছবির শুটিং হয়।

ফারজানা ছবি বলেন, এই টেলিছবি তে টানা ৪৮ ঘণ্টা আমাকে এক চোখ বন্ধ রেখে পাথরের চোখ পরে কাজ করতে হয়েছে, যা আমার অভিনয় জীবনে কঠিন এক নতুন সংযোজন।

নির্মাতা নুইব হাসান গল্পটি প্রসঙ্গে বলেন, কানি মা গল্পটি বিগত আট বছর আমি ভেতরে ধারণ করেছি এবং দর্শককে ভিন্নরকম কিছু দেয়ার উদ্দেশ্যে বিগত কয়েকটা মাস প্রাণপণ চেষ্টা করে গেছি। আশা করি, সব শ্রেণীর দর্শক গল্পটি পছন্দ করবে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে