বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮, ০৫:২২:২৫

পদ্মাবতের মুক্তি, অগ্নিগর্ভ উত্তর-পূর্ব ভারত, গ্রেপ্তার ১৮

পদ্মাবতের মুক্তি, অগ্নিগর্ভ উত্তর-পূর্ব ভারত, গ্রেপ্তার ১৮

বিনোদন ডেস্ক : ভারতজুড়ে প্রতিবাদের মধ্যেই বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে সঞ্জয়লীলা বনশালীর বিতর্কিত ছবি পদ্মাবত। যদিও স্বমহিমাতেই রয়েছে রাজপুত করনি সেনা। ইতিমধ্যেই তারা হুমকি দিয়েছে, যে কোনও উপায়ে পদ্মাবতের মুক্তি আটকে দেওয়া হবে। চেষ্টার কসুরও করছে না তারা।

রাস্তায় নেমে বাসে ভাঙচুর চালানো হয়েছে গুরুগ্রামে। পোড়ানো হয়েছে গাড়ি। রেহাই পায়নি স্কুলবাস। যদিও তার জেরে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুগ্রাম ও নয়ডায় রোববার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত। হুমকি দেওয়া হচ্ছে হল মালিক ও সাধারণ মানুষদের।

গুরুগ্রামের বজিরপুর-পতৌদি রোডের ওপর অবরোধ করে। আবার সোহনা রোড এবং দিল্লি-জয়পুর সড়কও অবরোধ। হাইওয়ে আটকে দেয় তারা। একইভাবে আটকে দেওয়া হয় গুরুগ্রামের সোহনা রোড, ছোঁড়া হয় ইটপাটকেল। মথুরায় রেল অবরোধ করা হয়।

জম্মুর ইন্দ্রা সিনেমা হলের টিকিট কাউন্টারে ইট ছুঁড়ে কাচ ভেঙে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের সীতাপুরে এক হল মালিককে মারধর করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোনও ঝামেলার খবর মেলেনি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিনেমাহলগুলিতে নির্বিঘ্নে চলছে পদ্মাবত।

দ্বিতীয় দিন সকাল থেকেই দর্শকদের ভিড় চোখে পড়ল কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন হল। প্রতিটি হলের বাইরে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। রয়েছেন মহিলা পুলিশকর্মীরাও। সকালে এলগিন রোডের ফোরাম ও লেক মলে উত্‍সাহ নিয়ে সিনেমা দেখছেন দর্শকরা।

রয়েছে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা। গতকাল সন্ধেয় লেক মল ও কোয়েস্ট মল-সহ কলকাতার আরও কয়েকটি মাল্টিপ্লেক্সে মুক্তি পায় পদ্মাবত। আজ সকালেও লেক মলে ৯টার শোয়ে অসংখ্য দর্শক আসেন। আজ কলকাতার মানি স্কোয়্যার, কোয়েস্ট মল, ফোরাম মল, রাজারহাট অ্যাক্সিস মল, সিটি সেন্টার ২, সল্টলেক আরডিবি, কার্নিভ্যালে, যশোর রোডে ডায়মন্ড প্লাজার পিভিআর-এ চলছে এই সিনেমাটি।

এছাড়া নবীনা ও মেনকা সিনেমাহলেও যথেষ্ট ভিড় দেখা যায় এদিন। বারাসতেও বেশ কিছু মাল্টিপ্লেক্স ও হলে শো চলছে রমরমিয়ে। কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটার অপেক্ষা না করে সকলেই অনলাইনে বুকিং সেরে ফেলছেন। আগামীকালের জন্যও সিট বুকিং সারা হয়ে গেছে সিনেপ্রেমীদের।

পদ্মাবত মুক্তির পর তৃতীয় দিনেও দর্শকদের উত্‍সাহ দেখার মতো হবে আশা করছেন সিনেমাহলের মালিকরা। বুধবারই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, 'বাংলায় এই ছবি মুক্তি পেলে খুশি হব। আমাদের কোনও সমস্যা নেই। ছবি প্রদর্শন বন্ধ করে দেওয়া উচিত নয়। এটা একটা সিনেমা। সে ভাবেই দেখা উচিত। আদালতের রায়কে মানা উচিত।'

সিনেমাহলের মালিক ও ম্যানেজারদের মতে, গোলমালের কোনও আশঙ্কাই নেই। তবে নিরাপত্তার কারণেই সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। মলগুলির ভেতরে রয়েছেন সাদা পোশাকের পুলিশকর্মীরা। একদিন আগেই শেষ হয়ে যাচ্ছে সমস্ত টিকিট। পদ্মাবত মুক্তির প্রথম সপ্তাহেই প্রচুর টিকিট বিক্রি হবে বলেই মনে করছেন বিভিন্ন হলের মালিকরা। ৪৩০, ২৬০, ৩৪০ বিভিন্ন দামের টিকিট বিক্রি হচ্ছে। পড়ে থাকছে না কোনওটিই। ৩ডি এবং ২ডিতে দেখা যাচ্ছে এই সিনেমা।

পুলিশের কাছে খবর আছে, কলকাতাতে কেউ কেউ গোলমাল করার চেষ্টা করতে পারে। কিন্তু এই অপচেষ্টাকে সবরকম ভাবেই আটকে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন পুলিশকর্তারা। হলগুলির কাছাকাছি রাস্তায় চলছে পুলিশি টহল। এদিকে কড়া নিরাপত্তায় দক্ষিণ ভারতের রাজ্যগুলির পাশাপাশি মহারাষ্ট্রের সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সগুলিতে 'পদ্মাবত'-এর প্রদর্শন শুরু হয়েছে।

এদিকে মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং বিহারে 'পদ্মাবত'-এর প্রদশর্ন বন্ধ। ছবির প্রদর্শনে যাতে বাধা না আসে, তাই সিনেমা হলগুলির নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ে শতাধিক কর্ণী সেনা-সমর্থককে পুলিশ নিজেদের হেপাজতে নিয়েছে। অশান্তি রুখতে সিনেমা হলের বাইরে তো বটেই, ভেতরেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। দিন কয়েক আগেই ছবির মুক্তি নিরাপদ করার জন্য চলচ্চিত্র নির্মাতারা মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। শুধু সিনেমা হল বা মাল্টিপ্লেক্সের নিরাপত্তাই নয়, ছবির নির্দেশক সঞ্জয় লীলা বনশালি, অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং অভিনেতা রণবীর সিংয়ের বাড়ির নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, অশান্তি এড়াতে রাজস্থানের চিতোরগড় দুর্গ বন্ধ রাখা হয়েছে। বুধবার এই ছবির মুক্তি নিয়ে অশান্ত হয়ে উঠেছিল গুরুগ্রাম। স্কুলবাসে ভাঙচুর হয়েছিল। সেখানকার পরিস্থিতি থমথমে। 'পদ্মাবত' ছবির মুক্তির বিরোধিতায় ভাঙচুরের অভিযোগ উঠেছে কর্ণী সেনার বিরুদ্ধে।

যদিও সিনেমা দেখার পরে দর্শকদের প্রাথমিক প্রতিক্রিয়া, বিতর্কের কোনও অবকাশই নেই। এদিকে প্রতিবাদে জয়পুর সাহিত্য উত্‍সবে যাবেন না কবি ও গীতিকার প্রসূন জোশী। এদিকে ক্ষত্রিয় মহাসভা নামে একটি সংগঠন ঘোষণা করেছে, দীপিকা পাড়ুকোনের নাক কাটতে পারলে পাঁচ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে