শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৭:২৭

ধর্মের পরেই সিনেমার স্থান: জিৎ

 ধর্মের পরেই সিনেমার স্থান: জিৎ

বিনোদন ডেস্ক: রাজধানীর ঢাকা ক্লাবে বুধবার সন্ধ্যায় 'ইন্সপেক্টর নটি কে' ছবির সংবাদ সম্মেলন অনুষ্ঠানে টালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জিৎ বলেন, সিনেমা এমন এক প্রফেশন, এমন এক বিনোদনের জায়গা যা ধর্মের পরেই আসে। বাংলাদেশ ও ভারতে দুই জায়গাতেই ধর্মের পরেই সিনেমার স্থান। তাই সিনেমা কখনও বন্ধ হবে না।'

শুক্রবার সারাদেশে ৮১টি হলে ছবিটি মুক্তি পেয়েছে। অনুষ্ঠানে 'ইন্সপেক্টর নটি কে' ছবির চিত্রনায়ক জিৎ ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া উপস্থিত ছিলেন। ‘ইন্সপেক্টর নটি কে’ এই জুটির তৃতীয় ছবি। এর আগে 'বাদশা ও 'বস টু' করেছেন তারা একইসঙ্গে।

এসময় জিৎ আরো বলেন, 'ভালো সিনেমা দেখার জন্য তার পাশাপাশি জিনিসগুলো ভালো তৈরি করার দরকার আছে। এক্ষেত্রে কোনো সিনেমা হল যদি বন্ধ হয়ে যায় তাতে টেনশন করার কিছু নেই। বরং সেই সিনেমা হল যদি নতুন করে মানসম্মত করে তৈরি করা হয় তাতে মানুষ সিনেমা হলে বাড়বে বৈ কমবে না।'

তিনি বলেন, 'আমিও খুব এক্সাইটেড। আমি এর অনেক ইন্টারভিউতে বলেছি, আজকেও আবার বলছি, যেকোন জায়গায় যাওয়ার জন্য বা সকাল ফোন থাকলে এলার্ম দিয়ে উঠতে হয়। তবে আজ এলার্মের আগেই উঠেছি। কারণ বাংলাদেশে আসছি।

জিৎ তার চলচ্চিত্র 'ইন্সপেক্টর নটি কে' নিয়ে বলেন, 'আপনারা যেভাবে বাদশা ও বস টুকে ভালবাসা দিয়েছেন আশা করছি ইন্সপেক্টর নটিকেও সেভাবেই ভালবাসবেন। এই ছবিটা বস এর মত অ্যাকশন ছবি হয়তো না, তবে পারিবারিক ছবি। যা পরিবার নিয়ে একসঙ্গে দেখতে পারবেন।'

‘ইন্সপেক্টর নটি কে’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা অশোক পাতি। ছবিটি প্রথমে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মস ওয়ার্কসের মাধ্যমে যৌথ প্রযোজনায় নির্মিত হওয়ার কথা ছিল।কিন্তু বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালায় জটিলতা থাকায় পরে এককভাবে জিৎ নিজেই প্রযোজনা করে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে