শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮, ০৮:০৬:৫৫

মনে জমে থাকা কিছু অভিমান নিয়ে যা বললেন জনপ্রিয় নায়িকা আঁচল

 মনে জমে থাকা কিছু অভিমান নিয়ে যা বললেন জনপ্রিয় নায়িকা আঁচল

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা আঁচলের সমসাময়িক নায়িকারা ব্যস্ত নিজেকের ফিল্মি আঁখের গোছাতে। অনেকেই আবার রেসের ঘোড়ার মতো ছুটছেন। লক্ষ্য একটাই, ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রতিষ্ঠিত করা, শীর্ষ আসন অর্জন করা। কেউ আবার নানামাত্রিক কাজকর্মে দিয়ে সারাবছর থাকতে চান আলোচনায়। ঢাকাই সিনেমার অন্য নায়িকারা যখন ক্যারিয়ার নিয়ে মোহাচ্ছন্ন, ঠিক তখন চলচ্চিত্র থেকে রীতিমত দূরে সরে আছেন জনপ্রিয় অভিনেত্রী আঁচল।

আঁচলের এই নিরবতা চলচ্চিত্র বোদ্ধাদের ভাবাচ্ছে। শিল্পী সংকটের এই ক্রান্তিকালে কেন আঁচল নিজেকে মোড়কে বেঁধে রাখছেন সেটা নিয়েও কপালে চিন্তার ভাজ পড়ছে অনেকের। তবে চলচ্চিত্র থেকে দূরে থাকা নিয়ে আঁচলের যেন কোনো মাথাব্যাথা নেই। তিনি আছেন রিলাক্স মুডে! শুক্রবার দুপুরের কথা বলেন আঁচল। মনে জমে থাকা কিছু অভিমান নিয়ে জানান, কেন তিনি রঙিন দুনিয়া থেকে দূরে রয়েছেন।

আঁচল বলেন, যখন নিয়মিত কাজ করতে চেয়েছি তখন কেউ কাজে নেয়নি। অনেকবার ভালো সুযোগ পেয়ে হোঁচট খেয়েছি। এখন আমি দূরে সরে এসেছি, সবাই আমাকে ডাকছে, খুঁজছে। মিডিয়াটা অনেক ক্রিটিকাল একটা জায়গা। হাতে গোনা কয়েক বছরের ক্যারিয়ারে অনেক কিছু শিখেছি, জেনেছি।

কেন দূরে গেলেন? প্রশ্নে আঁচল বলেন, এখন ভালো লাগছে না বলে কাজ করছি না। সেজন্যই দূরে। এছাড়া অন্য কোনো কারণ নেই। চলচ্চিত্র থেকে কিছুটা দূরে থাকলেও সেখানকার মানুষদের সঙ্গে আমার ভালো যোগাযোগ রয়েছে।

আঁচল আদৌ চলচ্চিত্রে ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়! তিনি বলেন, এখন অন্য কোনো কাজের প্ল্যানিং নেই। আর চলচ্চিত্রে আমার নতুন কোনো খবর নেই জানানোর মতো। আর বলার মতো কিছুই করছি না। আমি ঢাকাতেই আছি, মাঝেমধ্যে খুলনার ডুমুরিয়া গ্রামের বাড়িতে বেড়াতে যাই।

অনেকটা হতাশার সুরে আঁচল জানান, এমনি তিনি কোনো ছবি করছেন না। অন্য পেশায় নিজেকে ঠেলেও দিচ্ছেন না। তিনি বলেন, যদি কোনো সময় প্রয়োজন মনে করি তখন চলচ্চিত্রে ব্যাক করবো। এখন আমি চলচ্চিত্রে ব্যাক করার প্রয়োজন মনে করছি না।

২০১১ সালে ‘ভুল’ ছবির মাধ্যমে ঢাকাই চিত্রপুরীতে অভিষেক হয় আঁচলের। ওই বছরই ‘বেইলী রোড’ নামে আরো একটি ছবিতে অভিনয় করেন তিনি। ওই দুই ছবির মাধ্যমে জ্বলে উঠতে না পারলেও আঁচলের নামের আগে যোগ হয় চিত্রনায়িকা তকমা। এরপর চিত্রপরিচালক শাহীন সুমনের জটিল প্রেম ছবির মাধ্যমে বাপ্পী চৌধুরীর সঙ্গে অভিনয় করেন। ছবিটি মুক্তির পর বদলে যায় আঁচলে চিত্রপট।

এরপর বাপ্পীর সঙ্গে জুটি বেঁধে আঁচল অভিনয় করেন প্রেম প্রেম পাগলামি, কি প্রেম দেখাইলা, আজব প্রেম, গুন্ডা দ্য টেরোরিস্ট ও সুলতানা বিবিয়ানা ছবিগুলো মুক্তি পায়। আগামীতে এই জুটির সপ্তম ছবি দাগ রয়েছে মুক্তির অপেক্ষায়। এই ছবিটি ছাড়া আঁচলের হাতে কোনো ছবিও নেই। আঁচল অভিনীত সর্বাধিক ছবির নায়ক বাপ্পী চৌধুরী। এই নায়ক নিজেও আঁচলকে চলচ্চিত্রে ‘মিস’ করেন।-চ্যানেল আই
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে