শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮, ১০:২৬:২৩

সব মিলিয়ে ফাটাফাটি একটা সিনেমা ইনস্পেক্টর নটী

সব মিলিয়ে ফাটাফাটি একটা সিনেমা ইনস্পেক্টর নটী

রতন মির্জা : প্রথমেই সরি বলে নিচ্ছি কারন এটা আমার ফাস্ট রিভিউ, তাই ভূল ক্রুটি মার্জনা করবেন। এটা রিভিউ বললে ভূল হবে জাস্ট ভালো মন্দ টা শেয়ার করলাম।

গল্প:- প্রথমেই বলি এটা গতানুগতিক গল্পের মুভি নয়। কোন সিনের পর কোন সিন আসবে এটা আপনি আগে থেকে অনুমান করতে পারবেন না। গল্পে দেখা যায় হাবিলদার নটবর (জিৎ) হবো হবো ইনস্পেক্টর। তার খুব ইচ্ছে ইনস্পেক্টর হবে।

থানার ওসি খরাজ মুখার্জী জিৎ কে বলেন সে যদি পুলিশ কমিশনার (সাচ্চু) এর মেয়েকে কলকাতায় নিয়ে আসতে পারে তাহলে জিতের ইনস্পেক্টর হওয়া কনফার্ম।

তাই জিৎ উড়াল দেয় ইতালীতে। দেখা হয় ফারিয়ার সাথে, এভাবে এগুতে থাকে সিনেমার গল্প। চমৎকার গল্প, কমেডি, রোমাঞ্চ, হালকা অ্যাকশন, বিরহ, মোট কথা ফুল প্যাকেজ এর ছবি ইনস্পেক্টর নটী কে।

জিৎ:- কমেডি মুভি হিসেবে জিৎ তার সেরা টা দিয়ে অভিনয় করেছে। খোঁচর জিতের অভিনয় ছিলো প্রানবন্ত। রিমেক মুভি হলেও জিৎ তার চরিত্র টা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে।

নুসরাত ফারিয়া:- ফারিয়া এই পর্যন্ত যত গুলো ছবিতে অভিনয় করেছে সব গুলো কে ছাড়িয়ে যাবে সামিরা নামের চরিত্রটি। ফারিয়ার বেশ উন্নতি হয়েছে আগের থেকে। ফারিয়া কে এতো কিউট ভাবে উপস্হাপন করা হয়েছে, নতুন করে আবার প্রেমে পড়ে গেলাম ফারিয়ার। পুলিশ ইনস্পেক্টর চরিত্রে ফারিয়ার অভিনয় দারুন, কোন জড়তা নেই, কোন ন্যাকামি নেই।

চম্পা:- অনেক গর্জিয়াস লেগেছে চম্পা ম্যাডামকে। ফারিয়ার মায়ের চরিত্র প্লে করেছে চম্পা। এক কথায় অসাধারন।

অন্যান্য:- বাংলাদেশ ভারতের সমান সমান শিল্পী অভিনয় করেছে ছবিটা তে। সবাই সবার অবস্হান থেকে সেরা টা দিয়ে অভিনয় করেছে।

ভালো দিক:- ছবির মেকিং সুন্দর হয়েছে, গান গুলো বড় পর্দায় দেখতে বেশ আকর্ষনীয় লেগেছে, লোকেশন চোঁখ ধাধানো। সব মিলিয়ে ফাটাফাটি একটা সিনেমা ইনস্পেক্টর নটী কে।

খারাপ দিক:- তেমন কোন খারাপ দিক চোঁখে পড়েনি। তবে দুটো চরিত্র কে কম সময়ের উপস্হিতি দেওয়া হয়েছে, যথা বিশ্বনাথ এবং চিকন আলীর।

পরিশেষে বলতে চাই, পুর্ন বিনোদন মুলক একটা সিনেমা ইনস্পেক্টর নটী কে। আড়াই ঘন্টা সিনেমা হলে কিভাবে কেটে যাবে আপনি টের ই পাবেন না। সিনেমা দেখার পর আপনার মেজাজ টা পুরোপুরি ফুরফুরে হয়ে যায়। আর টাকা পুরোপুরি উষুল হবে তো বটে।

রেটিং:-
ফুল মুভি ৮/১০
জিৎ:- ৮.৫
নুসরাত ফারিয়া ৮
চম্পা ম্যাম ৭
বিঃদ্রঃ বিশেষ নায়ক নায়িকার ভক্তদের বলতে চাই ফেসবুকে অপপ্রচার না করে সিনেমা হলে গিয়ে সিনেমা টা দেখুন। রিমেক সিনেমা হলেও বাংলা ভাষায় সিনেমাটা আপনাকে পুর্ন তৃপ্তি দিতে বাধ্য।

লেখা : ‘বাংলা চলচ্চিত্র আমাদের চলচ্চিত্র’ ফেসবুক গ্রুফ থেকে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে