শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:১৬:১৪

তাতে বরং পদ্মাবতের লাভই হলো

তাতে বরং পদ্মাবতের লাভই হলো

বিনোদন ডেস্ক  : ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে নিশ্চয় আলোচিত নাম হয়ে লেখা থাকবে পদ্মাবতী থেকে পদ্মাবত নাম ধারণকারী সিনেমা। কী ছিল না সেখানে! শুটিংস্পট ভেঙে দেয়া থেকে শুরু করে, প্রকাশ্যে অভিনেতা-নির্মাতাকে মেরে ফেলার হুমকি, নাম পরিবর্তন, মামলা, করণি সেনা হামলা এবং সবশেষে বাণিজ্যিক সফলতা।

সবকিছু নিয়েই সঞ্জয় লীলা বানশালির সিনেমা ‘পদ্মাবত’। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুক্তির প্রথম দিনই প্রভাসের ‘বাহুবলী টু’র রেকর্ড ভেঙে দিয়েছে ‘পদ্মাবত’। প্রথম দিন থেকেই আন্তর্জাতিক বাজারে দারুণ ব্যবসা শুরু করেছে বনশালির সিনেমা।
 
বলিউড বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার ছবি মুক্তির প্রথম দিনে বক্স অফিস থেকে প্রায় ২০ কোটি রুপি আয় করেছে। ১০ লক্ষাধিক দর্শক এরই মধ্যে ছবিটি দেখেছেন। আর ভারতে চার হাজারের বেশি স্ক্রিনে ছবিটা প্রদর্শন করা হচ্ছে। ‘পদ্মাবত’ কোনো কাটাছেঁড়া ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানেও। তবে মুক্তির পরও থেমে থাকেনি রাজপুত কারণি সেনা।

পাইরেসির শিকার দীপিকা, রণবীর, শাহিদের সিনেমা। সিনেমা হল নয়, ফেসবুক লাইভ থেকে ছড়িয়ে পড়ে 'পদ্মাবত'। আর এর পেছনে দায়ী 'জাঠৌ কা আড্ডা' ফেসবুক পেজ। নিমেষেই তা ভাইরাল। তাতে বরং পদ্মাবতের লাভই হলো।
 
ঐ লাইভ ভিডিও প্রায় ১৫ হাজার জন ফেসবুকে শেয়ার করেন, আর তাতে মোট ৩.৫ লক্ষ মানুষ ফেসবুক লাইভে 'পদ্মাবত' দেখে ফেলেন। যে সিনেমা নিয়ে এতোকিছু, মুক্তির পর তার আয় বেড়েছে, দর্শকপ্রিয়তা এসেছে, ফেসবুক লাইভে ফাঁস করার পরেও কমতি নেই জনপ্রিয়তার, তাহলে রাজপুত করণি সেনাদের এতোকিছুতে বানশালির লোসবান নয়, বরং লাভই হলো। বাকিটা এখন দেখার বিষয়।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে